প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ২:১৯ পিএম

পটুয়াখালীর মির্জাগঞ্জে মেহিদী হাসান জয়নাল মুসুল্লি নামে এক কৃষকের পাঁচটি গরু চুরি হয়েছে।
শুক্রবার দিনগত রাতে উপজেলার পশ্চিম সুবিদখালী এলাকায় তার নিজ বসত বাড়ির গোয়াল ঘর থেকে এই গরু চুরি করা হয়।
সংবাদ পেয়ে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করে মির্জাগঞ্জ থানা পুলিশ।
ভুক্তভোগী মেহেদী হাসান জয়নাল মুসুল্লি বলেন, আমার ঘরের পিছনেই গোয়ালা ঘর।সেখানে বাচ্চাসহ মোট ১০ টি গরু ছিলো। সকালে গোয়ালা ঘরে ঢুকতেই দেখি দরজার তালা ভাঙা। ভিতরে যেয়ে দেখি ২টি বাচুর এবং ৩ গাভী নাই। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। থানায় মৌখিকভাবে জানানো হয়েছে, লিখিত অভিযোগ দেওয়া হবে।
মির্জাগঞ্জ থানার ওসি মো. শামীম হাওলাদার বলেন, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। লিখিতভাবে অভিযোগ পাওয়া গেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।