
পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়িতে অবৈধ বহির্গমনে নিরুৎসাহিত করে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর আড়াইটায় পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান উপস্থিত ছিলেন।
নিরাপদ সীমান্ত, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতে না যাওয়ার অনুরোধ করে জেলা প্রসাশক মো. সহিদুজ্জামান বলেন, স্থানীয় লোকজনদের অবৈধ পথে গমনাগমনে নিরুৎসাহিত করুন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য বাংলাদেশ পুলিশ ও সীমান্তে কঠোর নিরাপত্তার কাজে বিজিবি দায়িত্ব পালন করে আসছে। আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখতে সর্বদা আমরা প্রস্তুত আছি। আপনাদের যে কোন সহযোগিতায় আমাদের বলুন, আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতারা বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও পার্বাত্যাঞ্চলের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ভারতের রইস্যা বাড়ী সংলগ্ন ডুমুর এলাকায় জানুয়ারী মাসে পৌষ মেলা ও সনাতনীদের পুজা অনুষ্ঠিত হয়। এ বছরও সকল অনুষ্ঠানাদি যথাযথভাবে আয়োজিত হবে বলে জানা গেছে। আমরা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিবো না। যদি যেতেই হয় তবে বৈধ পথে যাবো।আসুন আমরা সচেতন নাগরিক হিসাবে দেশের সকল প্রকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চেষ্টা করি।
লোগাং ৩ বিজিবি জোন অধিনায়ক লে. কর্নেল মো. মফিজুর রহমান বলেন, উপজেলার সীমান্ত এলাকায় বিজিবি ও গোয়েন্দা নজরদারী সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে সকল প্র্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শান্তি সম্প্রীতি বজায় রাখতে ও অবৈধ বহির্গমনে নিষেধাজ্ঞা মানতে সকলের সার্বিক সহযোগিতা এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, উপজেলা কৃষি অফিসার নাজমুল ইসলাম মজুমদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন,উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসন, জামায়াতে ইসলামী উপজেলা শাখা সভাপতি জাকির হোসাইন,ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, আনন্দ জয় চাকমা, উচিত মনি চাকমা, উপজেলা বিএনপি-র সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, উল্টাছড়ি ইউপি প্যানেল চেয়ারম্যান মো. আবুল হাসেম, বাজার দেবালয় মন্দির সভাপতি বিমান কান্তি দেব, ত্রিপুরা সম্পদায় নেতা ইন্দ্রজিত ত্রিপুরা, ইউপি সদস্য শরৎ চন্দ্র চাকমা, মার্মা সম্প্রদায়ের নেতা মংশপ্রু চৌধুরীসহ উপজেলার প্রশাসনিক কর্মকর্তাগণ, সকল ইউপি সদস্য সদস্যা, স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার আগে, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান পানছড়ি উপজেলার অসহায় প্রতিবন্ধীদের মাঝে শীতের কম্বল বিতরণ করেন।