প্রকাশ: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৮ পিএম

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।
সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহাদৎ হোসেন শিক্ষা ক্ষেত্রে এবং খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, ভুরুঙ্গামারীকে একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন হিসেবে গড়ে তুলতে আমি সবার সহযোগিতা চাই।
তিনি আরও উল্লেখ করেন, জনগণের সেবা নিশ্চিত করাই হবে তাঁর প্রথম অগ্রাধিকার। এ জন্য উপজেলা প্রশাসন ও স্থানীয় সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
মতবিনিময় সভায়, বক্তারা উপজেলার সমস্যা ও সম্ভাবনা গুলো তুলে ধরেন। এবং প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া মাদক প্রতিরোধ ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসনের পাশে থাকার আশ্বাস দেন।
এর আগে উপজেলা প্রেসক্লাব ভুরুঙ্গামারীর পক্ষ থেকে নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।