পিরোজপুরে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
প্রকাশ: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০ পিএম

পিরোজপুরে নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকের সঙ্গে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকাল ১১ টায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি এস এম রেজাউল ইসলাম শামীম, প্রেসক্লাব সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি এসে এম তানভীর আহমেদ, ইউএনবি প্রতিনিধি মাহমুদ হোসেন, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার নাসিম আলী, দৈনিক খবর প্রতিনিধি এম এ রব্বানী ফিরোজ, ডেইলি অবজারভার প্রতিনিধি জিয়াউল আহসান, সময় টিভির প্রতিনিধি জিয়াউল হক, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি তামিম সরদার, দ্যা এশিয়ান এইজ প্রতিনিধি হাসান মামুন, পিরোজপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি,দৈনিক ভোরের পাতার প্রতিনিধি মোঃ নাছির উদ্দীন ও জিটিভির প্রতিনিধি নাঈম তালুকদারসহ আরও অনেকে।
বক্তারা বলেন- আগামী নির্বাচনে প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহবান জানাচ্ছি। পিরোজপুরের উন্নয়নে আমাদের সকলে নিরস ভাবে কাজ করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের ওপর নির্যাতন, হামলা ও মিথ্যা মামলা বন্ধে জেলা প্রশাসককে জোড়ালো পদক্ষেপ নেয়ার জোর দাবী করছি। এছাড়া সাংবাদিকদের সকল কাজের ক্ষেত্রে প্রশাসনকে পাসে থাকার আহবান রইলো।
এসময় পিরোজপুর সাংবাদিক ইউনিয়ন, ইন্দুরকানী প্রেসক্লাব, নাজিরপুর প্রেসক্লাব, কাউখালী প্রেসক্লাব, নেছারাবাদ প্রেসক্লাব ও ভান্ডারিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বেশকিছু সাংবাদিক উপস্থিত ছিলেন।