প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৬:১৩ পিএম

টাঙ্গাইলে কালিহাতী উপজেলার পাইকড়া মেসলেম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার পাইকড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড যুব বিভাগের আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ আলী আজগর ( বিএ)।
ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল-৪ ( কালিহাতী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী,কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক ( অবঃ) খন্দকার আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি ছিলেন, যুব বিভাগের উপদেষ্টা ও জামায়াতে ইসলামী কালিহাতী উপজেলা শাখার আমীর মাওলানা মোহাম্মদ আলী মিয়া।
এছাড়াও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কালসারাল একাডেমিক মহানগরী উত্তর ও টাঙ্গাইল শহর স্থানীয় শিল্পী বৃন্দরা সাংস্কৃতিক অনুষ্ঠানে ইসলামিক গান পরিবেশন করেন।