বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ ২৬ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ভক্তদের ধন্যবাদ জানালেন শাহরুখ, বাংলাদেশে মুক্তি পাচ্ছে জাওয়ান
বিনোদন ডেস্ক:
প্রকাশ: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩, ৯:৩১ পিএম

আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জাওয়ান’। একই সঙ্গে একই দিনে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন পরিচালক অনন্য মামুন। আমদানির ভিত্তিতে সিনেমাটি দেশে মুক্তির জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে পরিবেশক সংস্থা। সিনেমাটি বাংলাদেশে আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ।

এ বিষয়ে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন বলেন, ‘আমরা তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছি। বিশ্বের অন্যান্য দেশের মতো আমরাও আগামী ৭ সেপ্টেম্বর ছবিটি মুক্তি দেব।’

তবে দেশে সাধারণত শুক্রবার ছবি মুক্তি দেয়া হয়। কিন্তু ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার হওয়ায় সেটা সম্ভব কি না?- এমন প্রশ্নে অনন্য মামুন বলেন, ‘আমরা এটা নিয়ে পরিকল্পনা করেছি। বিস্তারিত খুব দ্রুত জানাব।’
এদিকে বাংলাদেশে রয়েছে শাহরুখ খানের অসংখ্য ভক্ত। এর আগে একই দিনে বাংলাদেশেও যেন ছবিটি মুক্তি দেয়া হয়, তা নিয়ে একজোট হয়েছেন শাহরুখের বাংলাদেশি ভক্তরা।

তাদের দাবি, একযোগে বাংলাদেশে যেন ‘জাওয়ান’ মুক্তি পায়। এ জন্য শাহরুখের ভক্তরা ‘জাওয়ান’ ছবির পোস্টার দিয়ে বানানো ব্যানার হাতে নিয়ে জোর দাবি তুলেছেন! তারা ঢাকায় বসে ছবিটি দেখতে চান।

গত শুক্রবার বিকেলে ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ নামে শাহরুখের বাংলাদেশি ফ্যান কমিউনিটি ‘বাংলাদেশ ইজ ওয়েটিং ফর জাওয়ান’ ও ‘উই ওয়ান্ট জাওয়ান টু রিলিজ ইন বাংলাদেশ’ ব্যানার হাতে বসুন্ধরা সিটির সিনেপ্লেক্সের সামনে জড়ো হয়ে স্লোগান দেন এবং ভারতের সঙ্গে একই দিনে ‘জাওয়ান’ মুক্তির দাবি জানান তারা।

শাহরুখভক্তরা বলেন, ‘পাঠান’ মুক্তির কয়েক মাস পর বাংলাদেশে এসেছে। এখন তো আর নিয়মকানুনের খড়্গ নেই, তাই আমরা চাই ‘জাওয়ান’ একযোগে বাংলাদেশেও মুক্তি দেয়া হোক।

এর মধ্যে ‘বাংলাদেশ ইজ ওয়েটিং ফর জাওয়ান’ ব্যানার হাতে ছবি তুলে গত শনিবার সকালে সেটি টুইটারের শাহরুখ খানের ‘আস্ক এসআরকে সেশনে’ পোস্ট করেন এক ভক্ত। সেখানে লিখেছেন, ‘‘জাওয়ান’ সিনেমার জন্য ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’-এর ভক্তরা একটা ইভেন্ট আয়োজন করেছে এবং সেটা ঘিরে আছে মিডিয়া। বাংলাদেশ আপনাকে সমপরিমাণ ভালোবাসে।

ভক্তের সেই পোস্টের উত্তর দিয়েছেন বলিউড বাদশাহ। পোস্টটি শেয়ার করে শাহরুখ এক টুইটে লিখেছেন, ‘থ্যাংক ইউ বয়েজ অ্যান্ড গার্লস।’ সঙ্গে জুড়ে দেন হ্যাশট্যাগ জাওয়ান।

‘পাঠান’-এর আকাশছোঁয়া সাফল্যের পর ‘জাওয়ান’ নিয়ে শাহরুখভক্তদের আগ্রহ তুঙ্গে। ছবিটি প্রযোজনা করেছেন শাহরুখপত্নী গৌরী খান। পরিচালনা করেছেন দক্ষিণের নির্মাতা অ্যাটলি কুমার। ছবিতে শাহরুখ খানকে দেখা যাবে দ্বৈত চরিত্রে, তার বিপরীতে রয়েছেন দক্ষিণী তারকা নয়নতারা।
এ ছাড়া রয়েছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়মণি, সঞ্জীতা। বিশেষ চরিত্রে দেখা দেবেন দীপিকা পাডুকোন, বিজয় থালাপাতি ও সঞ্জয় দত্ত!

‘পাঠান’ বাংলাদেশে পরিবেশনা করেছিল অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন। তিনি জানান, তিনি চেষ্টা চালাচ্ছেন ‘জাওয়ান’ বাংলাদেশে যথাসময়ে মুক্তি দেয়ার।

ভোরেরপাতা/এফ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com