বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫ ৯ মাঘ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
শাকিবকে বিয়ে করতে এসেছিলেন মার্কিন নায়িকা!
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৪:৩৯ পিএম আপডেট: ২৪.১২.২০২৩ ৪:৪৩ PM

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা দুর্দান্ত জানিয়ে কোর্টনি কফি বলেন, ‘শাকিব খান বাংলাদেশের ‘টম ক্রুজ’, এটা নিশ্চিত। সে কাজের প্রতি খুবই ডেডিকেটেড এবং প্রফেশনাল। সহশিল্পী হিসেবে একদমই পারফেক্ট। শুটিংয়ে সে খুবই মজার মানুষ। সবকিছু মিলিয়ে তার সঙ্গে কাজের অভিজ্ঞতা একদম পারফেক্ট।’

তিনি বলেন, ‘যখন বাংলাদেশে আসার জন্য বিমানে উঠি তখনই মনে হচ্ছিল যে অন্যরকম এক অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছি। এখন পর্যন্ত সবকিছু দারুণ। তবে আমি যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়েও অনেক বেশি দারুণ। অন্যান্য দেশে আইফেল টাওয়ারের মতো বিখ্যাত অনেক কিছু রয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের মন অনেক বড়। আমি মনে করি বাংলাদেশের মানুষ হৃদয় দিয়ে তাদের দেশকে সেরা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বৃহৎ জনসংখ্যা এবং তাদের আপ্যায়নের কারণে বাংলাদেশ ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণ হতে পারে।’
বাংলাদেশের ফুচকা, মিষ্টি, রসগোল্লা বেশ ভালো লেগেছে এই মার্কিন অভিনেত্রীর। 

সিনেমাটির জন্য কয়েক মাসের প্রস্তুতিতে বাংলা ভাষা শিখেছেন কোর্টনি। এরপর অংশ নেন শুটিংয়ে। 

ভিডিও বার্তায় অভিনেত্রী ‘রাজকুমার’-এ যুক্ত হওয়া প্রসঙ্গে বলেন, ‘আমি কিছুই জানতাম না। শাকিব খানের জন্মদিনে আমি এবং হিমেল (হিমেল আশরাফ) অংশ নিই। সেদিন সিনেমার কিছু অংশ সম্পর্কে জানি এবং সেটা আমার আগ্রহ অনেক বাড়িয়ে দেয়। এমনিকি শাকিব এত বড় স্টার এটাও জানতাম না। 

পরে সেটা বুঝতে পারি এবং তখন মনে হয়েছে যে তার সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বড় একটা সুযোগ হতে পারে। এখনও আমার আমেরিকান বন্ধুরা বিশ্বাস করতে পারছে না যে আমি সিনেমাটি করছি।’

‘শুটিংয়ের অভিজ্ঞতায় সেরা হয়ে থাকবে শাকিব খানের সঙ্গে বিয়ের ঘটনা। ছবিতে শাকিবের সঙ্গে আমার বিয়ে হয়। এটা সত্যি দারুণ। ছবিতে আমার চরিত্রটা নেগেটিভ। সে (কোর্টনি কফি) বাংলাদেশে শাকিব খানকে বিয়ে করতে আসে এবং তাকে আমেরিকা নিয়ে যেতে চায়। এর বেশি কিছু জানাতে চাই না, বাকিটা সারপ্রাইজ থাকুক।

এর বাইরে সাঁতার কাটা নিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। আমি সাঁতার কাটতে খুব পছন্দ করি। আমরা সুইমিংপুলে সাঁতার কেটে অভ্যস্ত কিন্তু এখানে এসে পুকুরে সাঁতার কেটেছি যেটা খুবই ভালো লেগেছে।’—‘রাজকুমার’এ কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে এমন কথা বলেন কোর্টনি।

তিনি বলেন, ‘এদেশের মাছ, মিষ্টি, রসগোল্লা, ফুচকা বেশ ভালো লেগেছে। যুক্তরাষ্ট্রে ফিরে আসার আগে ঢাকার নিউ মার্কেট থেকে আট জোড়া জুতা ও কিছু চাদর কিনে নিয়ে এসেছি। বড়দিনে এগুলো বাংলাদেশি উপহার হিসেবে ব্যবহার করব।’

প্রসঙ্গত, আরশাদ আদনান প্রযোজিত ‘রাজকুমার’ সিনেমাটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। চলতি মাসেই ঢাকায় কয়েকদিনের শুটিংয়ের পর বর্তমানে পাবনায় চলছে কিছু অংশের শুটিং। নতুন বছরের শুরুতে বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে। এরপর ২০২৪ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিগ বাজেটের এ সিনেমাটি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com