প্রকাশ: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৮:০৪ পিএম আপডেট: ২৫.১২.২০২২ ৮:০৯ PM

ঢাকার সাভারে দেশের বৃহৎ খৃষ্টান ধর্মাবলম্বীদের উপাসনালয় ধরেন্ডা চার্চে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় মেরি ক্রিস্টমাস। ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুল ইসলাম কেককেটে বড় দিনের শুভ সূচনা করেন।
এ সময় ধরেন্ডা চার্চের প্রধান পুরোহিত এ্যালবার্ট রোজারিও, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, সাভার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, বিরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম মন্ডলসহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।
চার্চে বড় দিনের প্রার্থনা, কীর্তন, উপহার বিতরণ, সমাধীস্থলে প্রার্থনাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে হাজার হাজার খৃষ্ট ধর্মাবলম্বীরা দেশের সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
বড় দিন উপলক্ষে ঢাকা জেলা পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।