প্রকাশ: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ১০:২৮ পিএম

ময়মনসিংহের হালুয়াঘাটে গোবরাকুড়া রংধনু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৩১ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) সকালে অএ ক্রেডিট ইউনিয়নের নিজ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
গোবরাকুড়া রংধনু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মো.শামছুল আলম মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.সোহেল রানা,হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ মো.শাহীনুজ্জামান খান, ভূবনকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম সুরুজ মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ কামরুল হুদা,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ইকরামুল হাসান খসরু, পশ্চিম গোবরাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল মতিন,উত্তর খয়রাকুড়ি অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মো.আব্দুল আজিজ খান, সাধারণ সম্পাদক মো.কামাল হোসেন,আশার আলো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সম্পাদক মো.আলী হোসেনসহ গোবরাকুড়া রংধনু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চলনা করেন গোবরাকুড়া রংধনু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারন সম্পাদক মো.মহর আলী লিটন। এসময় বক্তারা অএ সমিতির বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন ।