প্রকাশ: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ৯:১২ পিএম

বাংলাদেশ-মিয়ানমার নাইক্ষ্যংছড়ি সীমান্ত পরিস্থিতি গত ৭দিন ধরে একেবারে শান্ত রয়েছে বলে জানা গেছে। মিয়ানমারের ভিতর থেকে আসেনি কোন বিস্ফোরণের বিকট শব্দ। তাই মানুষের মাঝে আতঙ্ক কেটে স্বাভাবিক হয়ে কাজে কর্মে ফিরছে সীমান্ত জনপদের মানুষ।
প্রায় তিন মাসের বেশি সময় ধরে মিয়ানমারের ভিতর থেকে সে দেশের সেনাবাহিনীর সঙ্গে অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে পড়া আরকান আর্মির মধ্যে চলা বহু প্রকার গোলাবারুদের বিকট শব্দে আওয়াজ বাংলাদেশের অভ্যন্তরে এসে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে।
বর্তমানে আতঙ্ক,বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতি থেকে মানুষের মন এখন আনন্দ উদ্বেলিত করা যাচ্ছে।
ঘুমধুমের ৩নং ওয়ার্ডের তুমব্রু এলাকার ইউপি সদস্য মোঃ আলমের সঙ্গে কথা হলে তিনি জানান,তাদের এলাকার ৩৪,৩৫ সীমানা পিলার দিয়ে অন্যান্য পিলারের চাইতে সব থেকে বেশি আসতো বিভিন্ন বিস্ফোরণের শব্দ এবং মিয়ানমার সেনাবাহিনীর ব্যবহারিত যুদ্ধবিমান এবং ফাইটার হেলিকপ্টার সীমান্তের কাছাকাছি এসে মহড়া দিয়ে এলাকা জুড়ে ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করতো।
গত ১৫ দিন পর্যন্ত তেমন কোন গোলাবারুদ বিস্ফোরণের আওয়াজ তুমব্রু এলাকাতে আসছে না,এতে করে মানুষ এখন স্বাভাবিক জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে পড়েছে।
তুমব্রুর বাজারের স্থানীয় ব্যবসায়ী মুহাম্মদ সরওয়ার জানান নিশ্চিন্তে নির্বিঘ্নে আমরা এখন দৈনন্দিন কর্মকান্ডে ব্যস্ত হয়েছি উক্ত ভয়ংকর পরিস্থিতি থেকে নিস্তার পাওয়ায় তিনি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন।
নাইক্ষ্যংছড়ির সদরের ৮নং ওয়ার্ডের সীমান্তের কাছাকাছি বসবাসকারী মোঃ রহমান জানান তাদের সীমানা পিলার দিয়ে ৪৫,৪৬ গত ৭দিন ধরে পরিস্থিতি শান্ত বিরাজমান নেই কোন গোলাগুলির আওয়াজ বা ল্যান্ড মাইনের শব্দ। এতে মানুষ কিছুটা ভয় কাটিয়ে এখন স্বস্তিতে থেকে স্বাভাবিক জীবন-যাপনে ফিরছে সীমান্ত জনপদের মানুষ।