শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫ ২৭ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
শীতের আগমনে গরম কাপড়ের ব্যবসা বাড়ছে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৯:১১ পিএম

উত্তরা লের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে শীতের আগমন ঘটতে শুরু করেছে। শীত এখনো পুরোমাত্রায় না আসলেও তারপরও দিনের বেলা রোদের উত্তাপ শেষে বিকালের পর বদলে যাচ্ছে তাপমাত্রা। রাতে হাল্কা কুয়াশা শীতের আবহ ছড়িয়ে দিচ্ছে প্রতিদিন। আর রোদের সঙ্গে পাল্লা দিয়ে শীত এখনো পেরে না উঠলেও এরই মধ্যে কদর বাড়তে শুরু করেছে গরম কাপড়ের। ফুটপাতের ভাসমান কাপড়ের দোকানগুলোতে ভীড় জমাচ্ছেন বিভিন্ন শ্রেনীর মানুষ। দাম, মান আর দোকানভেদে বিভিন্ন ধরনের গরম কাপড় পাওয়া যাচ্ছে জেলা শহরের ফুটপাতের ভাসমান দোকানগুলোতে।  

এসব কাপড় বিক্রি হচ্ছে খুব বেশি। উলের তৈরি সোয়েটার, চাদরের সঙ্গে এসেছে ব্লেজার, ছোটদের গরম কাপড়ের সেট, টুপিসহ আরও অনেক ধরনের পোশাক। জেলা শহরের বিভিন্ন স্থানে ভাসমান ভ্যানে করে পুরনো কাপড় বিক্রী করতে দেখা গেছে। লক্ষ্য করা গেছে, সবচেয়ে বেশি ক্রেতার সমাগম হচ্ছে ফুটপাতে। ফুটপাতে ছোটদের পোশাকের চাহিদাই বেশি চোখে পড়ছে। সেই সঙ্গে বিক্রি হচ্ছে বড়দের পোশাকও। ফুটপাতে সর্বনিম্ন ৫০ থেকে সর্বোচ্চ ৬৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে হরেক রকমের গরম পোশাক। যার মধ্যে রয়েছে শিশুদের জিন্সের ফ্রক, স্কার্ট, উলের পোশাক, রেকসিনের জ্যাকেট, ওভারকোট, কার্ডিগান ও কানটুপি। এসব পোশাক ফুড অফিসের মোড়, সেন্টু মার্কেট এলাকার দোকানগুলোতে পাওয়া যাচ্ছে। ফুটপাতের দোকানগুলোতে সস্তায় বিভিন্ন ধরনের গরম কাপড় বিক্রি করা হচ্ছে। 

এসব দোকানগুলোতে দুুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত  বেচাকেনা হয়ে থাকে। পুরনো গেঞ্জি, সোয়েটার, হাতা ও পা মোজা, টুপি, উলের চাদর, কম্বল ইত্যাদি কেনাবেচা হচ্ছে। ছোট বড় সব ধরনের শীতের পোষাক পাওয়া যাচ্ছে এসব দোকানে। ক্রয় ক্ষমতার নাগালে থাকায় পছন্দের পুরোনো গরম কাপড় কিনতে নিম্ন বিত্ত থেকে শুরু করে বিভিন্ন আয়ের মানুষ ভীড় জমাচ্ছেন এখানে। দেখা গেছে, ১০০ থেকে ৬০০ টাকার মধ্যে বিভিন্ন সাইজের কাপড়ের জ্যাকেট ও মোটা সোয়েটার বিক্রি করা হচ্ছে। জেলা শহরের বিভিন্ন ফুটপাতে শীতের গরম কাপড় কিনতে আসা বেশ কয়েকজন ক্রেতা বলেন, এখানেও কমদামে শীতের গরম কাপড় পাওয়া যাচ্ছে। শীতের প্রায় সবধরনের পোষাকই এখানে আছে। 

ফুটপাতের গরম কাপড় বিক্রেতা নূর মোহাম্মদ ও রমজান আলী বলেন, তারা ঢাকা থেকে শীতের পুরনো কাপড় ক্রয় করে থাকেন। কিছুটা কমদামে ভালমানের এসব শীতের পোষাক বিক্রি করতে পারছেন তারা। শীতের প্রকোপ এখনো না বাড়ায় তুলনামূলক প্রত্যাশিত পোষাক বিক্রি কম হচ্ছে। এরপরও তারা আশা করছেন বিক্রি বাড়বে। এতে করে আয়ের পথ তৈরী হওয়ায় তাদের সংসার  মোটামুটি চলছে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com