প্রকাশ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ৭:২৫ পিএম

আসামি ধরতে গিয়ে তৌফিকুল ইসলাম (৫৩) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) নরসিংদীর পলাশে উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালীর পূর্বপাড়া গ্রামে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে হঠাৎ স্ট্রোক করে তার মৃত্যু হয়।
কনস্টেবল তৌফিকুল ইসলাম নেত্রকোণার বারাহাট্টা থানা এলাকার মৃত মো. শহিদ উদ্দিনের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে পলাশ থানায় কর্মরত ছিলেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, শুক্রবার ভোর রাতে পলাশ থানাধীন চরসিন্দুর এলাকায় স্পেশাল-৩ রণপাহাড়া ডিউটির সময়ে ভোর রাত ৪ টা ২৫ মিনিটের দিকে এএসআই আবুল কাশেম ও তৌফিকুল ইসলাম ফোর্সসহ এক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে যান। তখন হঠাৎ করেই তৌফিকুল ইসলামের শ্বাসকষ্ট শুরু হয়। এ সময় তাকে দ্রুত পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।