প্রকাশ: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ৮:৪৭ পিএম আপডেট: ২৪.১০.২০২২ ৯:০৯ PM

রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে ফেনসিডিলে বুদ ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও তদন্ত কমিটির সদস্য তানভীর আবদুল্লাহ।
এমনকি যাদের বিরুদ্ধে তদন্ত করতে গিয়েছিলেন তাদের কাছ থেকে লক্ষাধিক টাকাও নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে ভোরের পাতার সাথে আলাপকালে ছাত্রলীগের তদন্ত কমিটির সদস্য তানভীর আবদুল্লাহ প্রথমে টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করলে, কার কাছ থেকে টাকা নিয়েছেন, এ সংক্রান্ত তথ্য প্রমাণের কথা বলতেই তিনি ফোন কেটে দেন।
উল্লেখ্য, এই তানভীর আবদুল্লাহ ফেসবুক মেসেঞ্জারে অন্য একজনকে লিখেছেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় টাকার বিনিময়ে রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি করেছিলেন।
উল্লেখ্য, রাজশাহী জেলা ছাত্রলীগের বিরুদ্ধে তদন্ত কমিটির প্রধান ছিলেন শেখ শামীম তুর্য। এছাড়া আপন দাস ও তানভীর আবদুল্লাহ সদস্য ছিলেন।
তদন্ত কমিটির বাকি দুইজন তদন্ত নিয়ে ব্যস্ত থাকলে পদ্মা নদীতে ফেনসিডিলেই বুদ ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সহ সম্পাদক তানভীর আবদুল্লাহ।