প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৮:৪৪ পিএম

শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রানবন্ত নির্ভীক এই প্রতিপাদ্যকে সমনে রেখে মাগুরার শালিখায় বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন ও জাতীয় শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনের শুরুতে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও শেখ রাসেলেসহ তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে আড়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্ব স্থানে গিয়ে শেষ হয়।
আজ মঙ্গলবার উপজেলা পরিষদ সভা কক্ষে র্যালি পরবর্তী আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে তাহমিনা মিতু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ কামাল হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বকর, শালিখা থানা ওসি (তদন্ত) মিলন ঘোষ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকান্ডের মাধ্যমে শুধুমাত্র শিশু রাসেল কে হত্যা করা হয়নি বরং একটি উজ্জ্বল প্রদীপ কে প্রজ্জ্বলিত হওয়ার পূর্বেই অঙ্কুরেই বিনষ্ট করা হয়েছে যা বাঙালির জাতির ইতিহাসে একটি জঘন্য ও নির্মম হত্যাকান্ড বলে জানান তারা। পরে দিনের দ্বিতীয়ার্ধে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের অংশগ্রহণে নৃত্য পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতাহ দিনব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়।