প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৮:৪১ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস’ উপলক্ষে টাঙ্গাইল এলজিইডি’ বিভিন্ন কর্মসূচির পালন করেছে।কর্মসুচির মধ্যে ছিল,শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, ছড়া আবৃতি,বৃক্ষরোপণ,আলোচনা সভা, ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবাদের সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
মঙ্গলবার(১৮ অক্টোবর) সকালে টাঙ্গাইল জেলা এলজিইডি’র হল রুমে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো.রফিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,সিনিয়র সহকারী প্রকৌশলী মো.ওয়ালিয়ার রহমান.মো.মশিউর রহমান,সহকারী প্রকৌশলী মৌসুমী রায়.উচ্চমান সহকারী সনাতন পাল,অফিস সহকারী মো.ফরহাদ হোসেন,কাম কম্পিউটার অপারেটর মো. আনিছ মিয়া প্রমুখ।দিবসটি উপলক্ষে ৪০ জন শিশু চিত্রাঙ্কণ প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে।পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।