প্রকাশ: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৮:৩২ পিএম

বরগুনার তালতলীতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১ এসএসসি পরীক্ষার্থী মারধরের শিকার হয়েছেন।
গতকাল শনিবার ( ২৪ সেপ্টেম্বর ) বেলা ১ টার দিকে উপজেলার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় (পরিক্ষাকেন্দ্রে) এর সামনে এ ঘটনা ঘটে। পরে বিকালে বিচারের দাবিতে শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল করেছেন।
মারধরের শিকার ওই পরিক্ষার্থী তালুকদার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
জানা গেছে, তালুকদার পাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষা কেন্দ্র দূরত্ব হওয়ায় ওই স্কুলের শিক্ষক ফোরকান মিয়ার বাসায় থেকে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। সেখানে বখাটেরা ছাত্রীদের ছবি তুলতে গেলে সেখানে অবস্থানরত ছাত্ররা বাধা দেয় এবং বখাটেদের ১ টি মোবাইল আটক করে পরে ওই শিক্ষক ফোরকান মিয়া এসে তাদের মোবাইল ফেরত দিয়ে মিলিয়ে দেয়।সেই ঘটনার জের ধরে আজ পরীক্ষাকেন্দ্র থেকে পরীক্ষার্থীরা বের হলে বখাটে- সোহেল, মাসুদ, হৃদয়, ফেরদৌস, ইমরানসহ অজ্ঞাত ৭-৮ জন হামলা চালিয়ে সফিক নামের এক পরীক্ষার্থীকে স্কেল দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আহত ওই পরীক্ষার্থীকে বরিশাল শেরে বাংলা মেডিকেল হসপিটালে রেফার করা হয়। পরিক্ষা দেওয়ার জন্য অসুস্থ অবস্থায় বরিশাল থেকে রাতেই তালতলীতে এসে আজ আবার জুনিয়র শিক্ষার্থীর সহায়তায় পরিক্ষা দিচ্ছে।
অভিযুক্ত সোহেল দক্ষিণ সওদাগরপাড়া এলাকার কামাল এর ছেলে ও হৃদয় দক্ষিণ সওদাগরপাড়া এলাকার ইউসুফ এর ছেলে অন্যান্যদের পরিচয় এখনো জানা যায়নি।
কেন্দ্র সচিব পরিমল চন্দ্র বলেন, আমি শুনেছি ক্যাম্পাসের বাহিরে এ রকম একটা ঘটনা ঘটেছে। ওই পরীক্ষার্থী বরিশাল চিকিৎসাধীন অবস্থায় আছে। সকালে ৮ম শ্রেণির এক ছাত্রের সহয়তায় পরিক্ষা দিচ্ছে।
তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার সাদিক তানভীর বলেন, পরীক্ষাকেন্দ্রের যে সকল পয়েন্ট ইভটিজিং এর জন্য ঝুঁকিপূর্ণ সেখানে আগামীকাল অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।