সোমবার ৮ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
নির্মাণ কাজ শেষ না হতেই ধ্বসে যাচ্ছে রাস্তা!
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ৮:৪৯ পিএম

নাটোরের গুরুদাসপুর উপজেলায় নবনির্মিত ডাবলু ভিএম রাস্তার কাজ শেষ না হতেই ভাঙতে শুরু করেছে। নি¤œমানের কাজ করায় মাসখানেকের মধ্যে রাস্তাটি ভেঙে যাচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেন। 

শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার মশিন্দা ইউনিয়নের হাসমারী রাস্তা থেকে হাসমারী মফিজ উদ্দিন মডেল হাই স্কুল পর্যন্ত ৪৫০ মিটার রাস্তার এমন বেহাল দশা। ৫৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ডাবলু ভিএম রাস্তাটির কাজ শেষ না হতেই দুপাশ ধসে পড়ছে। কাজটি করছেন নাটোরের ঠিকাদারি প্রতিষ্ঠান এবি ট্রেডার্স। 

হাসমারী গ্রামের শিক্ষার্থী আরেফিন বিপ্লব জানান, নি¤œমানের সামগ্রী ব্যবহার করা ও রাস্তার দু’পাশে মাটি না দেয়ায় এক মাসেই রাস্তাটি ভেঙে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তিনি আরও জানান, কাজ চলাকালীন সময়ে অভিযোগ করা হলে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ করে দেয়ার হুমকিও দেয়। 

একই গ্রামের রফিকুল ইসলাম জানান, নি¤œমানের সামগ্রী ব্যবহার করে রাস্তার কাজ করা হয়েছে। এছাড়া প্রয়োজনের তুলনায় কম ইট ও খোয়া ব্যবহার করা হয়েছে। তাছাড়াও রাস্তার দুই পাশে যে পরিমান মাটি দেয়ার কথা বলা হয়েছে তা দেয়া হয়নি। ঢালাই কাজও ভাল ভাবে করা হয়নি। ফলে কয়েক দিনের মধ্যেই রাস্তার দু’পাশ ভেঙে যাচ্ছে। 

ঠিকাদারী প্রতিষ্টান এবি ট্রেডার্সের সত্ত্বাধীকারি ইব্রাহিম হোসনের মুঠোফনে বলেন, রাস্তার কাজ এখনও শেষ হয়নি। তাছাড়াও বৃষ্টি হচ্ছে টানা কয়েকদিন যাবৎ। টানা বৃষ্টির কারণে ধসে পড়ছে রাস্তা। পূনরায় রাস্তা ঠিক করে কাজ শুরু করা হবে। 

গুরুদাসপুর উপজেলা প্রকৌশলী মিলন মিয়া জানান, রাস্তাটির বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানকে অবহিত করা হয়েছে। বৃষ্টি কমে গেলে রাস্তাটি পূনরায় করা হবে। তাছাড়াও নি¤œমানের সামগ্রীর বিষয়ে যে অভিযোগ উঠেছে তা সরেজমীন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com