প্রকাশ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ৮:০৩ পিএম আপডেট: ০৫.০৯.২০২২ ৮:১৬ PM

ময়মনসিংহের গৌরীপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এক মে সকল ধর্মের মানুষের সমন্বয়ে র্যালী ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাওয়ার যোগেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় মাঠে রামগোপালপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল-আমিন জনির সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার কমল রায়ের স ালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ,সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নিকহাত আরা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, ইউপি সদস্য, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, খ্রিষ্টান মিশনের পুরোহিত, ধর্মযাজক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী সহ সকল শ্রেণি পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।
এ সময় সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন কোনো ধর্মই সংঘাতকে সমর্থন করে না। যারা ধর্মীয় বিদ্বেষ ছড়িয়েছে সাম্প্রদায়িক দ্বন্দ্ব বা সংঘাতের সৃষ্টি করছে তারা ধর্মের শত্রু। এদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। এ বন্ধন অটুট রাখার দায়িত্ব আমাদের সকলের।
পরে সমাবেশে ইমাম, পুরোহিত, ধর্মযাজকগণ একে অপরের হাতে উপহার তুলে দেন।এ সময় সকল ধর্মের মানুষের হাতে ছিল নানা সম্প্রীতির শ্লোগান সংবলিত প্লে কার্ড।