প্রকাশ: শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ৮:৪১ পিএম

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজা, ২৬ গ্রাম হেরোইন, ০৩টি দেশীয় অস্ত্রসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
২৬ আগস্ট রাত ০২টার দিকে জেলার নান্দাইল থানা এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাইদুল ইসলামকে (২৮) গ্রেফতার করা হয়।
এর পুর্বে কোতোয়ালী থানাধীন রশিদপুর থেকে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আমির আলী(৩০) পারভেজ মিয়া (২২),খায়রুল ইসলামকে (৩৫) গ্রেফতার করে।
জেলার গৌরীপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ২৬ গ্রাম হেরোইন ও ০৩টি দেশীয় অস্ত্রসহ জাহাঙ্গীর আলম (৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এসব পৃথক গ্রেফতার ও উদ্ধার অভিযানের নেতৃত্বে ছিলেন ডিবি পুলিশের এস আই শরীফ হায়দর,এসআই আমিনুল ইসলাম, এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল। শনিবার সকালে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।