প্রকাশ: রবিবার, ১৪ আগস্ট, ২০২২, ৯:৪৪ পিএম

কুড়িগ্রামের উলিপুরে অসহায় মানুষদের মাঝে ত্রান সামগ্রি ও সেলাই মেশিন বিতরণ করেন, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সৈয়দা জান্নাত আরা।
শনিবার (১৩ আগষ্ট) সন্ধ্যায় উলিপুর থানা চত্বরে জিসকা ফার্মাসিটিক্যালস লিমিটেডের সহযোগিতায় ও পুলিশ সুপারের উদ্যোগে ২০জন রবিদাস সম্প্রদায়ের মানুষের মাঝে ত্রান সামগ্রি ও ৫ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত রায়, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির, এস আই মশিউর রহমান, এএসআই সনচয় কুমার দেব প্রমুখ।
ত্রান সামগ্রী হিসেবে প্রতিজনকে চাল ৫কেজি, ২কেজি চিড়া, ২কেজি ডাল, ২কেজি আটা, ২লিটার তেল, ১কেজি লবন বিতরণ করা হয়। এ সময় পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তার উপহার হিসেবে ৫জন অসহায় নারীকে সেলাই মেশিন দেয়া হয়।