প্রকাশ: রবিবার, ৭ আগস্ট, ২০২২, ৭:১৪ পিএম

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমীর আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১ তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে কালচারাল একাডেমী হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন কালচারাল একাডেমীর সহকারী পরিচালক উত্তম কুমার রিছিল।একাডেমী নৃত্যু শিক্ষক মালা মার্থা আরেংয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, ৫নং ওয়ার্ড পৌর কাউন্সিলর ইব্রাহিম খলিল টিপু, দুর্গাপুর সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক ওয়ালী হাসান, কবি দুনিয়া মামুন, নারী নেত্রী রাখী দ্রং প্রমুখ।
বক্তারা বলেন, বাঙালির প্রাত্যহিক জীবনের সবকিছুর সঙ্গেই একটু একটু করে মিশে আছে রবীন্দ্রনাথ। বাঙালি জীবনে যত ভাব-বৈচিত্র্যের সমারোহ, তার পুরোটাই তিনি ধারণ করেছেন তার গল্প, কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান, স্মৃতিকথা আর দর্শনে।
আলোচনা সভা শেষে কালাচারাল একাডেমীর শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।