প্রকাশ: সোমবার, ১ আগস্ট, ২০২২, ৮:০৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বীরপাশা এলাকায় ট্রাক ও লরির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।
সোমবার (০১ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে একটি ১০ চাকার লরি সিলেটে যাচ্ছিল। বিজয়নগর উপজেলার বীরপাশা এলাকায় আসার পর ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে এর সংঘর্ষ হয়। দুটি যানই রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানে থাকা দুজন মারা যান। আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, মরদেহ দুটি খাঁটিহাতা হাইওয়ে থানায় নেয়া হয়েছে। সন্ধ্যা পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি।