পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের বিদায় উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সম্প্রতি অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি দিয়ে তাঁকে র্যাবে পদায়ন করা হয়েছে। বিদায়ী এই পুলিশ সুপারের সম্মানে মঙ্গলবার (২৬ জুলাই) রাতে পাবনা পৌরসভা চত্বরে বর্ণিল ও ব্যতিক্রমী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে পাবনা পৌরসভা।
এ সময় সর্বস্তরের মানুষের ভালবাসায় সিক্ত হয়ে নিজে কাঁদলেন এবং সবাইকে কাঁদালেন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা পাবনার বিদায়ী পুলিশ সুপারকে তাঁর সততা, নিষ্ঠা, সামাজিক কর্মকাণ্ডসহ পেশাগত কাজের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, ভাল কাজ করলে মানুষ মনে রাখে-এর উৎকৃষ্ট উদাহরণ পাবনার বিদায়ী পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।
সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে পৌরসভার পক্ষ থেকে তাঁকে মানপত্র, ফুলের তোড়াসহ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের সেবক। জনগণ পুলিশের কাছে সেবা না পেলে আস্থার জায়গাটা আর থাকেনা। এই বোধ সব পুলিশের মধ্যে আমরা বোঝানোর চেষ্টা করছি।
তিনি বলেন, পাবনাবাসীর ভালবাসায় তিনি মুগ্ধ। সারাজীবন পাবনার মানুষের এই ভালবাসা মনে রাখবেন। এ সময় পুলিশ সুপার আবেগপ্রবণ হয়ে অশ্রুসিক্ত হন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদেরও এ সময় চোখ মুছতে দেখা যায়।
পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সমাজসেবক ইদ্রিস আলী বিশ্বাস, চাটমোহর উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশারোফ হোসেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি জাকির হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, সাবেক সম্পাদক অ্যাডভোকেট আহাদ বাবু, বর্তমান সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমাম খান, সাংবাদিক আব্দুল মতীন খান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোখলেছুর রহমান, বিদায়ী পুলিশ সুপারের সহধর্মিণী শাহরিনা জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আখতার, অতিরিক্ত পুলিশ, সুপার মাসুদ আলম, আওয়ামী লীগ নেতা আবু ইসহাক শামিম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মোহাম্মদ মহিবুল ইসলাম খান ২০২১ সালের ১ জানুয়ারি পাবনায় পুলিশ সুপার হিসেবে যোগদান করেন এবং এ বছরের জুন মাসে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পান। তাকে র্যাবে বদলি করা হয়েছে।
তথ্যমতে, পুলিশ সুপার হিসেবে যোগদানের মাত্র ৩০ দিনের মাথায় পাবনা পৌরসভায় স্মরণকালের সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিয়ে পাবনার মানুষের আস্থা অর্জন করেন মোহাম্মদ মহিবুল ইসলাম খান। এরপর ধারাবাহিকভাবে ৯ উপজেলায় ইউপি নির্বাচন এবং বেড়া পৌরসভায় একইভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেন তিনি। সবশেষে এ বছরের জুন মাসে সদর উপজেলার বিরোধপূর্ণ ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের নির্বাচনও তার প্রশংসার ঝুলি ভারী করে। এভাবেই কর্মকালের মাত্র দেড় বছরে মাদক, সন্ত্রাস দমন, অবৈধ বালু উত্তোলন বন্ধ, অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইন শৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় কর্মকাণ্ড পরিচালনা করে রাজশাহী বিভাগে একাধিকবার জেলার শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন। এ সময়ের মধ্যে পাবনা পুলিশও একাধিকবার বিভাগে শ্রেষ্ঠ জেলা পুলিশ নির্বাচিত হয়। আর এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি নন্দিত, প্রশংসিত পাবনার সর্বস্তরের মানুষের কাছে।