প্রকাশ: রবিবার, ২৪ জুলাই, ২০২২, ১২:২৫ পিএম

সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮ টার পর দোকান, মার্কেট, শপিংমল খোলা রাখায় ঢাকার কেরানীগঞ্জে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। এ সময় জরুরি সেবা ব্যাতিত সকল প্রকার শপিং মল ও অন্যান্য দোকান-পাট বন্ধ করে দেয়া হয় ।
শনিবার (২৩ জুলাই) রাত ৮টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলাম এর নেতৃত্বে উপজেলার জনি টাওয়ার, জিঞ্জিরা বাস রোড, কদমতলী লায়ন শপার্স ওয়াল্ড ও হাসনাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিদ্যুৎ বিভাগ কেরানীগঞ্জ, কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ অভিযানে অংশ নেয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলাম জানান, সরকারি আদেশ অমান্য করে দোকনা খোলা রাখায় ৬টি মামলায় মোট ১১ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি জরুরি সেবা ব্যাতিত সকল প্রকার শপিং মল ও অন্যান্য দোকান-পাট বন্ধ করে দেয়া হয়েছে। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা বাস্তবায়নে রাত আটটার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানান।