প্রকাশ: শনিবার, ৯ জুলাই, ২০২২, ১১:৩৩ AM

পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় ৪ কোটি ১৯ লাখ টাকা টোল আদায় হয়েছে, যা এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ।
শুক্রবার (৮ জুলাই) সকাল ৬টা থেকে শনিবার (৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত এই টোল আদায় হয়।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় সেতুর দুই প্রান্তে (মাওয়া ও জাজিরা) টোল দিয়ে ৩১ হাজার ৭২৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে মোট ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা। এটাই পদ্মা সেতুর সর্বোচ্চ টোল আদায়।
তিনি আরও জানান, রাত পোহালেই ঈদুল আজহা। তবে শেষ দিনে পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের তেমন চাপ নেই। যান চলাচল স্বাভাবিক রয়েছে। সেতুতে ছয়টি লেন দিয়ে যানবাহন টোল দিয়ে পার হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ কিছুটা বাড়তে পারে।