বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ ২৬ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সেনাবাহিনীর সহায়তায় সিলেটের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ‘স্বপ্ন নিয়ে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৩ জুলাই, ২০২২, ৮:১১ পিএম আপডেট: ০৩.০৭.২০২২ ৮:১২ PM

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর সহায়তায় ত্রাণ বিতরণ করেছে সেচ্ছাসেবী সংস্থা ‘স্বপ্ন নিয়ে’। উজান থেকে নেমে আসা ঢলে সিলেট জেলা সদরসহ ১০টি উপজেলায় ঢুকেছে বন্যার পানি। এতে ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়।

জাতীয় সেচ্ছাসেবি সংস্থা ‘স্বপ্ন নিয়ে’ এর ত্রাণ কার্যক্রমে সহায়তা দেয়, বাংলাদেশ সেনাবাহিনীর ৬৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট জালালাবাদ সেনানিবাস । উক্ত সেনানিবাসের তত্বাবধানে ১ হাজার ৯শ পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন নিয়ে’। ‘স্বপ্ন নিয়ে’ প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ফেঞ্চুগঞ্জের বন্যা কবলিত বুড়ি কিয়ারী বাঁধ, উজান গঙ্গাপুর, ভেলকোনা, উত্তর কুশিয়ারা ইউনিয়ন, মাইজগাঁও ইউনিয়ন, ফরিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রেসহ কয়েকটি দুর্গম এলাকার পানিবন্দি ১ হাজার ৯শ পরিবারের মধ্যে চিড়া, মুড়ি, গুড়, পানি, খাবার স্যালাইন, বিস্কুট, মোমবাতি, দিয়াসালাই, বিতরণ করা হয়।

ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জালালাবাদ সেনানিবাসের মেজর ফখরুল ইসলাম খান, ওয়ারেন্ট অফিসার মুজিবুর রহমান, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এমরান উদ্দিন, উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়াম্যান আহমেদ জিলু, ‘স্বপ্ন নিয়ে’র প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান, পরিচালক (প্রশাসন) মীর তানভীর আহমেদ, স্বপ্ন নিয়ে ব্লাড ব্যাংকের সমন্বয়ক নোমান সিদ্দিক, সহকারী পরিচালক আমিনুল ইসলাম আরিফ, সহকারী পরিচালক ইলিয়াস হোসেন, সহকারী পরিচালক ইফতেখার হৃদয়সহ অন্যরা।

জানা যায়, সমাজের পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০১৭ সালে বিশ্বসাহিত্য কেন্দ্রে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন নিয়ে’ এর যাত্রা শুরু। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার উদ্যমী তরুণ আশরাফুল আলম হান্নান সংগঠনটির প্রতিষ্ঠাতা। তিনি পেশায় ব্যাংকার হলেও সামাজিক কাজ করার মাধ্যমেই চিত্তের আনন্দ অনুভব করেন। প্রতিনিয়ত মানুষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এসব মহতী উদ্যোগ দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com