শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বোনের গর্ভে জন্ম নিল আরেক বোন, আলোচনায় যে ব্রিটিশ তরুণী!
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০, ২:২০ AM আপডেট: ২৭.১২.২০২০ ২:২২ এএম

নিজের বোনকে গর্ভে ধারণ করলেন ব্রিটিশ নারী হলি। শুনতে অবাক লাগলেও, সারোগ্যাসির মাধ্যমে নিজের মা ও সৎবাবার সন্তান জন্ম দিয়েছেন তিনি।

দ্য গার্ডিয়েনের প্রতিবেদন অনুযায়ী,  তাদের বসবাস ইংল্যান্ডের ওয়েলসে। তার মায়ের নাম ফায়ে। মায়ের সংসারে হান্নাহ (২৭) ও হ্যারিসহ (২২) কেটরা তিন ভাইবোন। তাদের বাবা ঠিকমতো তাদের খোঁজ-খবর না নেওয়ায় মা ফায়ের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল। মায়ের বর্তমান বয়স ৩৬। 

২০০৬ সালে কেটের মা ফায়ের সঙ্গে পরিচয় হয় ৩৩ বছর বয়সী অ্যানড্রু’র। তার প্রেমে পড়ে যান কেটের মা। এর এক বছর পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।

দ্য গার্ডিয়েনকে কেট আরও জানায়, তাদের সৎ-বাবা অ্যানড্রু বিয়ের পর সন্তানের বাবা হওয়ার জন্য অস্থির হয়ে পড়েন। কিন্তু কেটের মা তখন বার বার সন্তান জন্মদানে ব্যর্থ হচ্ছিলেন। ফলে হতাশায় ভুগছিলেন তাদের সৎ-বাবা অ্যানড্রু। 

একটি ছোট্ট মুখ আশা করছিলেন। কিন্তু মা ফায়ে অন্তঃসত্ত্বা হওয়ার পরও কিছুতেই কিছু হচ্ছিল না। কয়েকবার গর্ভপাত হয়ে হতাশা নেমে আসে পরিবারে।

মা ও বাবার হতাশা দেখে কেট প্রথমে তাদের গর্ভ ভাড়ার পরামর্শ দেন। পরে কেট নিজেই তার মায়ের কাছে প্রস্তাব দেন, তিনিই গর্ভ ভাড়ার মতো নিজের পেটে তার মা ও সৎ-বাবা অ্যানড্রুর ডিম্বাণু থেকে সৃষ্ট ভ্রুণ ধারণ করতে চান। তার মায়ের জন্য জন্ম দিতে চান আরেকটি সন্তান।

এক পর্যায়ে কেটের বাবা-মা রাজি হয়ে যান এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাজ শুরু করে দেন। এরপর ২০২০ সালের ফেব্রুয়ারিতে দেখা গেল কেট অন্তঃসত্ত্বা হয়েছেন। তার পেটে বড় হয় তার মা ও সৎ পিতার ডিম্বাণু থেকে তারই বোনের ভ্রূণ। সে ভ্রূণ থেকে জন্ম নেয় একটি কন্যা সন্তান। যার নাম রাখা হয়েছে উইলো।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com