শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
উদয় হাকিমের উপস্থাপনায় ঈদে ৬ দিনব্যাপী লাইভ শো 'ত্রিবেণী'
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২০, ১১:০৮ AM আপডেট: ৩১.০৭.২০২০ ১১:১২ এএম

ঈদ মানে খুশি। ঈদ মানে আনন্দ। মহামারিকালের বিষন্ন-বিষাদমাখা ঈদের অভিজ্ঞতা হচ্ছে সবার। গভীর বেদনায় পৃথিবী আচ্ছন্ন। তবুও থেমে থাকে না ঐতিহ্য-উৎসব। আর তাই সংস্কৃতি মেনে কিছু আনন্দ আয়োজন চিরায়ত রীতির মধ্যে পড়ে। যদিও এবার শোকের মাস আগস্টে এসেছে ঈদ। তাই সবকিছুতেই থাকছে শোকের আবহ। 

ঈদুল-আজহা উপলক্ষে লেখক, সাংবাদিক, উপস্থাপক ও করপোরেট ব্যক্তিত্ব উদয় হাকিমের উপস্থাপনায় নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম -এ থাকছে সাহিত্য ও সংগীত বিষয়ক বিশেষ লাইভ শো ‘ত্রিবেণী’।

ঈদের প্রথম দিন (১ আগস্ট) থেকে শুরু হয়ে এ আয়োজন চলবে ষষ্ঠ দিন পর্যন্ত। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান শিল্পীদের নিয়ে রাইজিংবিডির বিশেষ এ আয়োজন ‘ত্রিবেণী।’ বিনোদন, শিল্প-সাহিত্য, খেলাধুলা, করপোরেট ও প্রযুক্তি ক্ষেত্রে তারকা ব্যক্তিত্বদের নিয়ে সাজানো হয়েছে এ ঈদ অনুষ্ঠান। ওয়ালটন স্মার্ট এসি নিবেদিত এ অনুষ্ঠানের উপজীব্য গান, কথা ও কবিতা।

ঈদে বিশেষ আয়োজনের পাশাপাশি রাইজিংবিডি.কমে প্রতি বুধবার রাত দশটায় প্রচারিত হচ্ছে ব্যতিক্রমী এ লাইভ শো। উদয় হাকিম এ সংবাদমাধ্যমের উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। রাইজিংবিডি.কমের ফেসবুক পেজ থেকে লাইভ অথবা ফেসবুক প্রিমিয়ার হিসেবে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। করোনা দুর্যোগের সময় দর্শক-শ্রোতা ও পাঠকদের নির্মল বিনোদন দিতে ভিন্নধর্মী কনটেন্টে অনুষ্ঠানগুলো সাজানো থাকে।

ঈদ আয়োজন প্রসঙ্গে উপস্থাপক উদয় হাকিম জানান, ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত রাত দশটায় প্রচারিত হবে বিশেষ এ অনুষ্ঠান। ত্রিবেণীর অতীতের পর্বগুলোতে দর্শকদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় ঈদ উপলক্ষে অনুষ্ঠানটি সাজানো হয়েছে ভিন্ন মাত্রায়। এখানে যেমন তারকা শিল্পীরা থাকছেন, তেমনি থাকছেন প্রতিভাবান নবীনরাও। নবীন-প্রবীণের মেলবন্ধন হবে এ অনুষ্ঠানের মাধ্যমে। দর্শকদের সঙ্গে অতিথিরা শেয়ার করবেন তাদের শিল্পী হয়ে ওঠার গল্প। গান-গল্প আর আড্ডায় জমে উঠবে অনুষ্ঠান। শিল্পীরা গণসঙ্গীত, লোকগীতি এবং ফোক গানসহ বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের গান পরিবেশন করবেন।

৬ দিনব্যাপী ঈদ অনুষ্ঠানের সূচি

ঈদের দিন: প্রথম দিনে অতিথি হিসেবে থাকছেন কুমিল্লার শিল্পী শিউলি রায়। তিনি বিখ্যাত তবলা বাদক ওস্তাদ শেফাল রায়ের মেয়ে। শিউলি রায় কুমিল্লার নজরুল ইনস্টিটিটিউটে প্রশিক্ষক হিসেবে কর্মরত। 

ঈদের দ্বিতীয় দিন: এদিন অনুষ্ঠান মাতাবেন জনপ্রিয় আবৃত্তি শিল্পী শিমুল মোস্তফা। বাঙালির শোকের মাস আগস্ট উপলক্ষে থাকবে বিশেষ এ আয়োজন। প্রাসঙ্গিকভাবে সেখানে উঠ আসবে মুজিববর্ষ এবং বঙ্গবন্ধুর নাম।

ঈদের তৃতীয় দিন: তৃতীয় দিনে উপস্থিত থাকবেন বরিশালের বাকেরগঞ্জের শিল্পী লিটন গোমেজ। 

ঈদের চতুর্থ দিন: এদিন অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামালপুরের শিল্পী রুহুল আমিন খোকন।

ঈদের পঞ্চম দিন: পঞ্চম দিনের অতিথি টাঙ্গাইলের সংগীতশিল্পী সবুজ বাঙালি।

ঈদের ষষ্ঠ দিন: ৬ আগস্ট রবীন্দ্রপ্রয়াণ দিবস। রবীন্দ্রনাথের গান নিয়ে আসবেন ইসরাত বিথী এবং প্রমিলা রায়।

সরাসরি রাইজিংবিডির স্টুডিওতে অথবা অনলাইনে যারা এ অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন risingbd.tribeni@gmail.com এই ই-মেইলে অথবা ত্রিবেণী ফেসবুক পেজের মাধ্যমে (https://www.facebook.com/Risingbd.Tribeni/)| সরাসরি ফোন করতে পারেন এই নম্বরে- ০১৫৭২১৬৮১৯৪। অনুষ্ঠানটি লাইভ দেখা যাবে (https://www.facebook.com/risingbd24com/) এ লিঙ্ক থেকে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com