বাংলাদেশ কম্প্রিহেনসিভ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ব্যাকডো)-এর উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত

ইস্ট লন্ডনের বারাকা ইটারী রেস্টুরেন্টে ৯ আগষ্ট বাংলাদেশ কম্প্রিহেনসিভ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ব্যাকডো)-এর উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা, "মানবতার ফেরিওয়ালা" খ্যাত জনাব আবু তাহের চৌধুরী এবং পরিচালনা করেন ব্যাকডো আহ্বায়ক ব্যারিস্টার কাজী এম আশিকুজ্জামান আনোয়ার।
সভায় আলোচনায় অংশ নেন— সলিসিটর মোঃ আব্দুল আউয়াল, সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, ব্যারিস্টার ফারহানা রহমান, অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরী, আইটি ইঞ্জিনিয়ার এম তাজুল ইসলাম, প্রফেসর হাবিবুর রহমান, শাহীন রশিদ, আনোয়ার জামিল বিন খায়ের, কমিউনিটি নেতা এম এ রব, আব্দুল ওয়াদুদ, প্রফেসর আশরাফুজ্জামান খান ও শাহাব উদ্দিন মোল্লাহ প্রসুখ।
আহ্বায়ক ব্যারিস্টার কাজী এম এ আনোয়ার তাঁর বক্তব্যে ব্যাকডোর উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরে বলেন- সংগঠনটি সামাজিক সচেতনতা বৃদ্ধি, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নত রাষ্ট্র গঠনে অঙ্গীকারবদ্ধ। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে অদূর ভবিষ্যতে উন্নত রাষ্ট্রের কাতারে নেওয়া সম্ভব।
তিনি আহ্বায়ক কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন— দেশের প্রতিটি স্তরে সংগঠনকে কার্যকর ও গতিশীল করতে কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে আহ্বায়ক কমিটির কাঠামো সুসংহত করা জরুরি। এ লক্ষ্যে জেলা, উপজেলা, ইউনিয়ন ও মহল্লা পর্যায়ে কমিটি গঠনের জন্য প্রণীত প্রক্রিয়া ও নির্দেশনা তিনি সভায় উপস্থাপন করেন। প্রক্রিয়া ও নির্দেশনার মূল দিকসমূহ:
জেলা কমিটি: কেন্দ্রীয় বা বিভাগীয় আহ্বায়ক কমিটির তত্ত্বাবধানে গঠিত হবে। যোগ্য, সৎ ও সক্রিয় ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে আহ্বায়ক ও সদস্যসচিব মনোনীত করা হবে।
উপজেলা কমিটি: জেলা কমিটির সদস্যদের মধ্য থেকে আহ্বায়ক ও সদস্যসচিব মনোনয়ন করা হবে এবং কেন্দ্রীয় অনুমোদন সাপেক্ষে কমিটি গঠন হবে।
ইউনিয়ন কমিটি: উপজেলা কমিটির সদস্যরা সংশ্লিষ্ট ইউনিয়নের প্রতিনিধিদের যাচাই-বাছাই করে আহ্বায়ক কমিটি গঠন করবেন।
মহল্লা কমিটি: ইউনিয়ন কমিটির সদস্যদের মধ্য থেকে আহ্বায়ক ও সদস্যসচিব মনোনয়ন করা হবে, যা জেলা আহ্বায়ক কমিটির অনুমোদনের পর চূড়ান্ত হবে।
সভায় ব্যাকডোর ভবিষ্যৎ পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে বক্তব্য দেন এড. আব্দুল আউয়াল, জনাব আকিব, এম তাজুল ইসলাম এবং অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরী।
সবশেষে জনাব আবু তাহের চৌধুরীর পরিচালনায় দোয়া-মোনাজাতের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত হয়।