প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১২:৫১ পিএম

বিশিষ্ট চিন্তাবিদ ও লেখক ফরহাদ মজহার নিজেকে ‘বিপ্লবের অভিভাবক’ সাজাতে চাচ্ছেন বলে মন্তব্য করেছেন কলামিস্ট ও সাংবাদিক আনিস আলমগীর।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে ‘নির্বাচন অনিশ্চিত—মব শাসন, দ্বিচারিতা ও ফরহাদ মজহারের বিপরীত বয়ান!’ শিরোনামে এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
আনিস আলমগীর বলেছেন, ‘তিনি (ফরহাদ মজহার) আজ নিজেকে বিপ্লবের অভিভাবক সাজাতে চাচ্ছেন, তাঁর এই বিপ্লব কী নির্বাচনকে থামিয়ে অনির্বাচিত সরকারকে আরো হালুয়ারুটি খাওয়ার সুযোগ করে দিতে চায়? ড. ইউনূসের শাসনকে আরো তিনি দীর্ঘায়িত করতে চান? এই মবের শাসন চলুক এটা চান? যখন সরকার এবং বিএনপির মধ্যে নির্বাচন নিয়ে বোঝাপড়া হয়েছে, একটা আল্টিমেট ডেডলাইন হয়েছে, তখন তিনি যেন নতুন মতলবে নেমেছেন। নির্বাচন দিয়ে কিছু হবে না, সংবিধান পরিবর্তন করতে হবে, রাষ্ট্রের আমূল পরিবর্তন করতে হবে, এই নেতৃত্ব হবে না, নতুনদের নেতৃত্ব লাগবে, এইসব তথ্য হাজির করছেন।
দ্বিচারিতা ফরহাদ মজহারের পুরনো স্টাইল এমন অভিযোগ করে আনিস আলমগীর বলেন, ‘যিনি একসময় মাহমুদুর রহমানকে নিয়ে হেফাজতে ইসলামকে উসকে দিয়েছিলেন ব্লগারদের বিরুদ্ধে, ব্লগার হত্যার বিরুদ্ধে, পরে আবার সেই হেফাজতে ইসলাম যখন শেখ হাসিনার সঙ্গে আপোষ করলেন, তাঁদের দাবি আদায় করে নিলেন, সার্টিফিকেটের স্বীকৃতি নিলেন, তিনি আবার তাঁদের বিরুদ্ধে তীব্র ভাষায় লিখেছিলেন। এই দ্বিচারিতা ফরহাদ মজহারের নতুন নয়, এটাই তাঁর পদ্ধতি, এটাই তাঁর স্টাইল, পুরনো বড় ধরনের স্টাইল। আর বর্তমানে তিনি যেসব শব্দ ব্যবহার করেছেন—সাংবিধানিক প্রতিবিপ্লব, গণসার্বভৌমত্ব, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সবই তাঁর পুরনো শব্দ চালাকে নতুন মোড়ক।