শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: এন্ডোসকপির পর খালেদা জিয়ার রক্তক্ষরণ বন্ধ, শাশুড়িকে দেখে মায়ের বাসায় জোবাইদা   আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ: জামায়াত আমির   খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির   খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স    বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্পপুত্র এরিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ২:২৪ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার পর তাঁর পরিবারের কোনো সদস্য, বিশেষ করে পুত্র এরিক ট্রাম্প, প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। শনিবার (২৮ জুন) দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ট্রাম্প অর্গানাইজেশনের সহ-নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এরিক ট্রাম্প সম্প্রতি ফিন্যান্সিয়াল টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, তিনি যদি তাঁর পিতার পদাঙ্ক অনুসরণ করতে চান, তবে হোয়াইট হাউসে পৌঁছানোর পথ খুব সহজ হবে।

সাক্ষাৎকারে তিনি বলেন, "আসল প্রশ্ন হলো আমি কি আমার পরিবারের অন্য সদস্যদের এই পথে টেনে আনতে চাই? আমি কি চাই আমার সন্তানরা গত এক দশকে আমি যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি, সেই একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাক? যদি উত্তর হ্যাঁ হয়, তবে রাজনৈতিক পথটি সহজ হবে। আমি মনে করি, আমি এটা করতে পারি। এবং শুধু আমি নই, আমাদের পরিবারের অন্য সদস্যরাও এটা করতে পারেন।"

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প পরিবারের অন্য সদস্য—ডোনাল্ড জুনিয়র ও ইভাঙ্কা—রাজনীতিতে সক্রিয় থেকেছেন। অন্যদিকে, এরিক মূলত পারিবারিক ব্যবসা ট্রাম্প অর্গানাইজেশন পরিচালনায় মনোযোগী ছিলেন। তবে তাঁর কথায় বোঝা যাচ্ছে, তিনি রাজনীতি থেকে একেবারে দূরে ছিলেন না।

এরিক ট্রাম্প বলেন, "আমি যেসব রাজনীতিবিদদের দেখি, তাদের অর্ধেকই আমাকে কোনোভাবেই মুগ্ধ করতে পারেনি। আমি বিশ্বাস করি, আমি এই কাজটা বেশ দক্ষতার সঙ্গে করতে পারতাম।"

২০২৪ সালের নির্বাচন কি ট্রাম্প পরিবারের কোনো সদস্যকে নিয়ে শেষ নির্বাচন হবে—এই প্রশ্নের জবাবে এরিক বলেন, "আমি জানি না… সময়ই বলবে। তবে আমি একা নই, আরও অনেকে আছেন।"

তিনি আরও বলেন, "প্রশ্ন হলো, আমি কি এটা করতে চাই? আমি কি আমার প্রিয়জনদের এই ব্যবস্থার নিষ্ঠুরতার মধ্যে ঠেলে দিতে চাই? আমি এখনো এই প্রশ্নের উত্তর দিতে পারিনি।"

এরিক ট্রাম্প পরিবারের বিরুদ্ধে প্রেসিডেন্সি থেকে লাভবান হওয়ার অভিযোগেরও জবাব দিয়েছেন। তিনি দৃঢ়ভাবে বলেন, "যদি কোনো পরিবার রাজনীতি থেকে লাভ না করে থাকে, তবে সেটি হলো ট্রাম্প পরিবার।"

তিনি দাবি করেন, তাঁর পিতা যদি প্রথমবার নির্বাচনে না দাঁড়াতেন, তবে তাদের সম্পদ আরও অনেক বেশি হতো। তিনি বলেন, "আমরা প্রায় ৫০০ মিলিয়ন ডলার খরচ করেছি শুধু রাশিয়ার কেলেঙ্কারি, ভুয়া অভিযোগ এবং নোংরা নথিপত্রের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে।"



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com