শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: এন্ডোসকপির পর খালেদা জিয়ার রক্তক্ষরণ বন্ধ, শাশুড়িকে দেখে মায়ের বাসায় জোবাইদা   আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ: জামায়াত আমির   খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির   খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স    বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
পাকিস্তানে ইমরান খানকে সরাতে ‘মাইনাস ওয়ান’ ফর্মুলা সক্রিয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৫:২৬ পিএম

জেলবন্দি পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক ভবিষ্যৎ ঘিরে চাপা উত্তেজনার মধ্যেই আবারও সক্রিয় হয়ে উঠেছে ‘মাইনাস ওয়ান’ ফর্মুলা—এমন অভিযোগ তুলেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। 

বুধবার দলটি তাদের প্রতিষ্ঠাতাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার ষড়যন্ত্র চলছে বলে দাবি করে এই প্রচেষ্টাকে ঘৃণিত ক্যাম্পেইন বলে আখ্যায়িত করেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

পিটিআইর মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম পিএমএল-এন নেত্রী আজমা বুখারিকে দায়ী করে বলেন, ‘রাজপ্রাসাদ-সমর্থিত এক চক্রান্ত চলছে, যার লক্ষ্য পিটিআইকে ভেতর থেকেই ভেঙে ফেলা।’

এদিকে খাইবার পাখতুনখাওয়া’র মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর সরাসরি ‘গভর্নর শাসন’ জারি করার ষড়যন্ত্রের কথা তুলে ধরে বলেন, ‘এই পরিকল্পনার মাধ্যমে আমাদের নেতাকে বাদ দেওয়ার চেষ্টা চলছে।’

আজমা বুখারি পাল্টা দাবি করে বলেন, ‘ইমরান খানকে তাঁর নিজের বোন এবং দলের সদস্যরাই কোণঠাসা করে ফেলেছেন। ভাগ্যের নির্মমতা দেখুন—যিনি নওয়াজ শরিফকে বাদ দেওয়ার চেষ্টায় ছিলেন, তিনিই আজ ঘর ও দলে নিজেই উপেক্ষিত।’

তিনি দাবি করেন, ইমরানের বোন আলিমা খান ধারাবাহিকভাবে গান্ডাপুরের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং নিজেই স্বীকার করেছেন তার বিরুদ্ধে নানা চাল চলছে। তিনি বলেন, ‘যদি আলী আমিন সময়মতো প্রাদেশিক বাজেট পাস না করাতে পারতেন, তাহলে তাঁকে সংবিধান অনুযায়ী পদত্যাগ করতে হতো।’

আজমা আরও অভিযোগ করেন, ‘আলিমা খান গোষ্ঠী ও পিটিআইর সামাজিক যোগাযোগমাধ্যম টিম সরাসরি গান্ডাপুরের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে।’

তিনি জানান, বর্তমানে কেন্দ্রীয় পর্যায়ে পিটিআই তিন ভাগে বিভক্ত, এবং খাইবার পাখতুনখাওয়াতেও রয়েছে তিনটি পৃথক গোষ্ঠী—একটি জুনায়েদ আকবরের নেতৃত্বে, একটি আতিফ খানের অধীনে, আর একটি ‘বিদ্রোহী সদস্যদের’ নিয়ে গঠিত।

আজমা বলেন, ‘গত ১২ বছর ধরে খাইবার পাখতুনখাওয়া দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য রাজনীতিকদের দখলে। এর বিপরীতে, পাঞ্জাব এখন যোগ্যতা, সুশাসন ও স্বচ্ছতার আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত।’

বুখারির এই মন্তব্যের জবাবে পিটিআই দাবি করে, পুরো শাসক জোটই ‘মাইনাস ইমরান’ পরিকল্পনায় মোহিত এবং নিজেদেরই হাস্যকর অবস্থায় ফেলে দিয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com