বুধবার ৯ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২

শিরোনাম: টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে সাতক্ষীরার নিম্নাঞ্চল   বৃষ্টি নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস   এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইলেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী   ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৫   ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু   শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই   এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিয়ের ৫ দিন পরই বাবা হওয়ার খবর পেলেন নোবেল!
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৯:১৬ পিএম

প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছে সারাগামাপা খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল। আদালতে শুনানির সময় বাবার হওয়ার সুখবর পান এই সংগীতশিল্পী। কারাগারে বিয়ের পাঁচদিন পরেই বাবা হওয়ার খবর পেলেন। এদিকে আজ মঙ্গলবার ২৪ জুন নোবেল ও ইডেন কলেজের সেই ছাত্রীর উপস্থিতিতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে নোবেলের জামিন মুঞ্জুর করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব।

আদালত থেকে বের হওয়ার সময় নোবেলের পাশেই ছিলেন সেই ইডেন কলেজের ছাত্রী। দুইজন দুইজনের হাত ধরে ছিলেন। আদালত প্রাঙ্গনে হাস্যোজ্জ্বল মুখে দেখা যায় নোবেল ও তার স্ত্রীকে। এদিকে আদালত ছাড়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নোবেলের স্ত্রী জানিয়েছেন, নোবেলের বিরুদ্ধে তার কোনো অভিযোগ ছিল না। নিজেদের ভুল বোঝাবুঝির কারণে বিষয়টা আদালত পর্যন্ত গড়িয়েছে। 

দুই পক্ষের আইনজীবীরা জানান, আদালতের নির্দেশে গত ১৯ জুন কারাগারে বিয়ে করা নোবেল-প্রিয়ার সংসারে শিগগিরই নতুন মেহমান আসতে যাচ্ছে। এ দম্পতি বাবা-মা হতে চলেছেন। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। 

বলে রাখা ভালো, গত ১৯ মে রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসা থেকে নোবেলকে গ্রেফতার করে পুলিশ। ইডেন মহিলা কলেজের সাবেক এক শিক্ষার্থীকে বাসাবাড়িতে আটকে রেখে জোর করে ধর্ষণের অভিযোগে ডেমরা থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। 

এই মামলায় এক হাজার টাকা বন্ডে জামিন পেয়েছেন নোবেল। জামিন আবেদনে বলা হয়েছে, মামলার আসামি নোবেল গত ২০ মে হতে জেলহাজতে আটক আছেন। যেহেতু বাদিনী ও আসামির মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হওয়ায় বাদিনী মামলাটি দায়ের করেছেন। বাদিনী ও আসামির মধ্যে শরিয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিষয়টি অঙ্গীকারনামা দ্বারা স্বীকার করেছেন। বাদিনীর জিম্মায় আসামি জামিন পাইলে বাদিনীর কোনো আপত্তি নাই। আসামি জামিন পাওয়ার পর বিবাহ রেজিস্ট্রি করে নেবেন। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com