রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, প্রধান উপদেষ্টার গভীর শোক প্রকাশ    মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধে অবৈধ বালু পাইপলাইন উচ্ছেদ   কানসাটে অসময়ের কাটিমন আম, মণপ্রতি ১৬ হাজার টাকা   ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ   ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ   হাদিকে গুলি করার প্রতিবাদে তিতাস উপজেলা বিএনপি বিক্ষোভ   ঝিকরগাছায় জমি নিয়ে চাচা ভাতিজার বিরোধ, কবরস্থান দখলের পর স্থাপনা নির্মাণে বাধা    
http://www.dailyvorerpata.com/ad/1763085968.gif
রাজশাহীতে প্রিমিয়ার লিগ চালুর ঘোষণা বিসিবি সভাপতির
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ৬:৩৫ পিএম

আঞ্চলিক ক্রিকেট বোর্ড বা ক্রিকেট কাঠামো তৈরির আলোচনা বেশ দীর্ঘ। যদিও সেভাবে আলোরমুখ দেখেনি বললেই চলে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন, দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে চান তিনি। এ জন্য বিকেন্দ্রীকরণ কৌশল হাতে নিয়েছেন তিনি। আজ জানিয়েছেন, রাজশাহী অঞ্চলে প্রিমিয়ার লিগ চালু করার কথা।

বাংলাদেশের টেস্ট মর্যাদার ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশের সাত বিভাগীয় শহরে বিসিবির আয়োজিত সপ্তাহব্যাপী উৎসবের অংশ হিসেবে এদিন রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে চলছে নানা কার্যক্রম। সকাল ১০টায় স্টেডিয়ামে অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন বুলবুল।

এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা টেস্ট ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে চাই। খুলনায় যেমন মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি, আজ রাজশাহীতেও তাই দেখছি। বাংলাদেশের মানুষ টেস্ট ক্রিকেটকে ভালোবাসে। এটি শুধু উদযাপন নয়, বরং ভবিষ্যতের জন্য প্রস্তুতির অংশ।’

দেশজুড়ে ক্রিকেট বিকেন্দ্রীকরণ এবং আঞ্চলিক ক্রিকেট শক্তিশালী করাই তার মূল লক্ষ্য বলে জানান এই সাবেক অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা চাচ্ছি ক্রিকেট শুধু ঢাকাকেন্দ্রিক না থেকে দেশজুড়ে ছড়িয়ে পড়ুক। রাজশাহী থেকে যাতে আরও বেশি খেলোয়াড় উঠে আসে, সে জন্য প্রিমিয়ার লিগ চালুর পরিকল্পনা নিয়েছি।’

বুলবুল আরও যোগ করেন, ‘এই মাঠ এবং আউটফিল্ড অনেক উন্নত। এমন উইকেট অনেক দেশেই নেই। এখানে আমরা যদি উন্নত অবকাঠামো ও নিয়মিত খেলার আয়োজন করতে পারি, তাহলে এখান থেকেও জাতীয় দলের জন্য ভালো খেলোয়াড় উঠে আসবে।’

এসময় বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম উপস্থিত ছিলেন। বুলবুল বলেন, ‘মাঠ উন্নয়নেও বিসিবি গুরুত্ব দিচ্ছে। সারাদেশে এমন মানের ফ্যাসিলিটিজ গড়ে তুলতে পারলে দেশের ক্রিকেট কাঠামো আরও মজবুত হবে।’

রজতজয়ন্তী উদ্‌যাপনের শুরু হয়েছে গতকাল খুলনা বিভাগীয় স্টেডিয়ামে। আজ রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরপর আগামীকাল সিলেট বিভাগীয় স্টেডিয়াম, পরদিন চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে হবে এ আয়োজন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





http://www.dailyvorerpata.com/ad/1763086027.gif

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/1765376223.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085829.gif
http://www.dailyvorerpata.com/ad/1763085901.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763091212.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com