শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ভারতের মদদে জুলাই গণহত্যা হয়েছে: এ্যানি
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৮:৪১ পিএম

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বাংলাদেশের নির্বাচনে ভারত সবসময় প্রভাব খাঁটিয়ে হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে। নৌকার মালিক হাসিনা, এই কারণে হাসিনাকে ক্ষমতায় রাখতে চাইতো ভারত। হাসিনা ছাড়া আর কারো ভালো দেখে না তারা। হাসিনা ভারতের সহযোগিতায় ফ্যাস্টিটের ভূমিকায় অবতীর্ণ হয়। একদিনেই হাসিনা ফ্যাস্টিট হয়নি। ভারতে আশ্রয়-প্রশ্রয়েই হাসিনা ফ্যাস্টিট হয়ে উঠছিলো।

তিনি বলেছেন, জুলাই ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা, হেলিকপ্টার থেকে গুলি হয়েছে ভারতের মদদে। ভারত যদি এক ব্যক্তিকে প্রশ্রয় না দিতো তাহলে দেশে এ ধরনের অরাজকতা ও বিশৃঙ্খলা তৈরি হতো না।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার মাদাম এলাকায় উত্তর মজুপুর সনাতনী দেবনালয়ের উদ্যোগে অষ্টমীস্নান ও হরিনাম যজ্ঞ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, ভারতের পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হয়। এটাও একটা ষড়যন্ত্র। দেশে সংখ্যালঘু নির্যাতনের কোন ঘটনাই ঘটেনি। ভারত ১৬ বছর ধরে ষড়যন্ত্র চালাচ্ছে এবং উস্কানি দিচ্ছে। তাদের উস্কানিতে কেউ পা দিবেন না।

এ্যানি বলেন, সংখ্যালঘুরা সবচেয়ে নির্যাতনের শিকার হয়েছেন স্বৈরাচার শেখ হাসিনার সময়ে। ৫ আগস্টের পর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে শান্তিতে ও নিরাপদে রয়েছে। সবাই মিলেমিশে থাকতে চাই। হিন্দু-মুসলমানের মধ্যে কোনো বিরোধ নেই। সবার আগে বাংলাদেশ। দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ। সংস্কার করার জন্য সবার আগে আমাদের প্রস্তাবনা ছিলো ৩১ দফা। সেই ৩১ দফায় স্পষ্ট জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কথা বলা হয়েছে। সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, একজন পরপর দু’বার প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বলা হয়েছে।

তিনি বলেন, আমাদের প্রস্তাবনায় পার্লামেন্টে যিনি এমপি হবে, তার কথা বলার স্বাধীনতা রয়েছে। সবার জন্য শিক্ষা, সবার জন্য স্বাস্থ্য, গণমাধ্যম কমিশনের কথা বলা আছে। বিচারালয়, আইনের শাসনসহ সব সংস্কারের করে বাংলাদেশে একটা নতুন সুশাসন প্রতিষ্ঠা করার জন্য স্পষ্ট বলা আছে। আমরা সংস্কারের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। এ সংস্কার গত পাঁচ বছর ধরে ধীরে ধীরে আমরা চাচ্ছি, যা এখন ৩১ দফা। নির্বাচন, সংস্কার ও শেখ হাসিনার বিচার নিয়ে কোন দলের সাথে মত বিরোধ নেই। সবাই এ বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে কাজ করতে হবে। স্বৈরাচার পতনে যেসব দল একসাথে আন্দোলন ও সংগ্রাম করছে তাদের সাথে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে। কিন্তু হাসিনার বিচার নিয়ে কোনো বিরোধ নেই।  হাসিনার বিচার সবার আগে চায় বিএনপি।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি ডা. রত্ন দ্বীপ পাল, সাধারণ সম্পাদক মানিক সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র দেবনাথ ও সাধারণ সম্পাদক শিমুল সাহা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com