প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪৭ পিএম

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, ‘এই সরকারের ৬ মাস পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নতি করতে পারে নাই। অনেক দেরিতে হলেও যৌথ বাহিনী অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে।
অপারেশন ডেভিল হান্টকে বিতর্কিত করার জন্য একটি গোষ্ঠী তাদের পারিবারিক বা রাজনৈতিক আক্রোশকে ব্যবহার করে অনেক নিরীহ মানুষকেও তারা ফাঁসিয়ে দিচ্ছে ও বাণিজ্য শুরু করেছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কিশোরগঞ্জের মুক্তমঞ্চে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু হানিফ বলেন, আমরা শুনেছি এই বাণিজ্য দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে এমনকি কিশোরগঞ্জেও হচ্ছে। এই অপারেশনের গতি আরও বাড়াতে হবে। আওয়ামী লীগ সরকারের আমলে যারা ডেভিল ছিল, ছাত্র-জনতার উপর হামলা চালিয়েছে একইভাবে বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় যারা চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট করছে তারাও কিন্তু ডেভিল হিসেবে অন্তর্ভুক্ত। তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করুন।
এসময় অন্যনের মধ্যে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের নেতা, ইমন খান, মারুফ আহমেদ হৃদয়, পায়েল চৌধুরী, রিপন রাজ, ফয়সাল, ইমরান, জেলার সাবেক ছাত্র নেতা অভি চৌধুরী, শফিকুল ইসলাম প্রমুখ।