প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় নাসিরনগর উপজেলার বিএনপির পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার এই গণসংবর্ধনার আয়োজন করা হয়।
এ কে এম কামরুজ্জামান মামুন ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর) আসনে দলের মনোনয়ন পেতে মাঠে কাজ করছেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন।
তিনি এর আগে ১৯৯১ সালে দলের মনোনয়ন পেয়েছিলেন।প্রতীক বরাদ্দের পর ওই নির্বাচন থেকে সরে দাঁড়াতে হয় থাকে।
তিনি নাসিরনগর বিএনপির দুইবারের সাধারণ সম্পাদক। এছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সিনিয়র সহ সভাপতি দায়িত্ব পালন করেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি হওয়ায় আগে দুইবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
এডভোকেট কামরুজ্জামান মামুন জানান, প্রতিদিনই এলাকায় গণসংযোগ করছেন, দলের কর্মসূচি, সামাজিক অনুষ্ঠান, বিভিন্ন ওয়াজ মাহফিল গুলোতেও যাচ্ছেন। সর্বোপরি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুসারে নানা রকম ষড়যন্ত্র প্রতিহতে এলাকার শান্তি-শৃঙ্খলার জন্যে কাজ করছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সভাপতি,সেক্রেটারি এবং অন্যান্য সকল নেতাকর্মী সহ তৃণমূলের সকল নেতাকর্মী গণ।আরো উপস্থিত ছিলেন জেলা আইনজীবীর অনেক আইনজীবীগণ।
এই গণ সংবর্ধনা অনুষ্ঠান কোরআন তিলাওয়াত দিয়ে শুরু করে। দলেরা বিভিন্ন নেতাকর্মীগণ বক্তব্য রাখেন। এ কে এম কামরুজ্জামান মামুনের সমাপনী বক্তব্যের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন ।