প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪৬ পিএম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের কৈপাল এলাকার ১৩ বছর বয়সী পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শাকিব। বাবা আকবর মণ্ডল বাড়ির পাশের পান বরজে কাজ করছিলো। বাড়ি থেকে বাবার জন্য দুপুরের খাবার নিয়ে যাচ্ছিলো শাকিব। পথিমধ্যে ইটবোঝায় ট্রলি চাপায় প্রাণ হারায় সে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার সময় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের কৈপাল ইট ভাটার সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর শাকিব ওই এলাকার আকবর মণ্ডলের ছেলে এবং সলিমপুর মডেল স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিলো।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে বাড়ি থেকে মাঠে বাবা আকবর মণ্ডলের জন্য দুপুরের খাবার নিয়ে যাচ্ছিলো শাকিব। পথিমধ্যে কৈপাল ইটভাটা থেকে ইট নিয়ে যাওয়ার সময় একটি স্যালো ইঞ্জিনচালিত ট্রলি তাকে চাপা দেয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সামসুল আরেফিন জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বে শাকিব নামের ওই কিশোর মারা যায়।