প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩৩ পিএম

বাংলাদেশে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে আর ভারতের দিল্লিতে দাফন হয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, পৃথিবীর নিকৃষ্টতম এবং জাতিসংঘ স্বীকৃত খুনির নাম শেখ হাসিনা। তিনি নিজেই আওয়ামী লীগকে হত্যা করেছেন। তার কারণেই এ দেশে আর আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। দলটি রাজনীতির ইতিহাসে একটি ঘৃণিত নাম।
সোমবার কক্সবাজারে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদীদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে এ সমাবেশ করা হয়।
জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নার সঞ্চালনায় অনুষ্ঠিত বিশাল সমাবেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, হারুনর রশীদ, কক্সবাজারের সাবেক এমপি লুৎফুর রহমান কাজল, আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে সকাল থেকে দলে দলে বিএনপি অঙ্গ সংগঠনের জেলার বিভিন্ন নেতাকর্মী সমাবেশে এসে সমাবেশ যোগ দেয়।