প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:২৫ পিএম

ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
গতকাল রোববার রাত সাড়ে ৩টায় উত্তরার ঢাকা স্পেশালাইড হাসপাতালে সানী মারা গেছেন বলে নির্মাতা রাফাত মজুমদার রিংকু জানিয়েছেন।
৩০ বছর বয়সী শাহবাজ সানী ঢাকায় উত্তরায় থাকতেন; তার বাড়ি লক্ষ্মীপুরে।
রিংকু বলেন, ‘সানী উত্তরাতেই ছিল, রাতে বুকে ব্যথা হচ্ছিল, গ্যাস্ট্রিকের ব্যথা ভেবে প্রথমে এত গুরুত্ব দেয়নি। ব্যথা যখন কোনোভাবেই কমছিল না তার ছোট ভাই জোর করেই হাসপাতালে নিয়ে যায়। সেখানে ইমার্জেন্সিতে ভর্তি করার পর হার্ট অ্যাটাক করে এবং সাথে সাথেই অবস্থা খারাপ হয়ে যায়। রাত সাড়ে ৩টার দিকে মারা যায়।’
সানীর মরদেহ সকালে লক্ষ্মীপুরে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিচালক রিংকু।
সানীকে নিয়ে রিংকু বলেন, ‘খুব স্ট্রাগল করছিল, একটু ভালো কাজ করার জন্য। অল্প বয়সী একটা ছেলের মৃত্যুটা মেনে নেওয়া কষ্টের।’
এই তরুণ অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করছেন তারকারা। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ফেইসবুকে দেওয়া পোস্টে সানীর জন্য দোয়া চেয়েছেন।
অভিনেতা রওনক হাসান বলেন, ‘একেবারেই অগ্রহণযোগ্য! এমন তরুণ প্রাণ! সানীর এই প্রস্থান মানা যায় না।’
শাহবাজ সানী ২০১৮ সালে ‘আব্দুল্লাহ’ নাটক দিয়ে বিনোদন জগতে পা রাখেন সানী। কাজ করেছেন বহু নাটকে। ‘চরের মাস্টার, ‘বিফলে মূল্য ফেরত’, ‘ট্রাভেল শো’, ‘মহব্বত’, ‘মন দরিয়া’, ‘মজনু ভাই’, ‘রুম সার্ভিস’, ‘দালাল হইতে সাবধান’ ইত্যাদি নাটকে চরিত্রাভিনেতা হিসেবে অভিনয় করেছেন।
এই অভিনেতার শেষ নাটক ছিল ‘জামাইয়ের মাথা গরম’।