শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ: জামায়াত আমির   খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির   খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স    বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
মিশরে ভবনধসে নিহত ১০, বহু নিখোঁজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৩২ পিএম

মিশরের রাজধানী কায়রোতে একটি ভবন ধসে পড়ার ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও আটজন। 

স্থানীয় সময় সোমবার (১৭ ফেব্রুয়ারি) এই দুর্ঘটনা ঘটেছে। খবর এএফপির

রাষ্ট্রীয় প্রচারমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার পরে এখনও অনেকেই ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

দেশটির আল-আখবার আল-ইয়ুম পত্রিকার খবর অনুযায়ী, এরই মধ্যে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। সেখানে বেসামরিক প্রতিরক্ষা সংস্থাগুলো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধারে কাজ করে যাচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা রাষ্ট্রীয় প্রচারমাধ্যমকে জানিয়েছেন, একটি গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ থেকেই ওই ভবনটি ধসে পড়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

কায়রোতে ২ কোটি ২৬ লাখ মানুষের বসবাস। সেখানে অনেক সময়ই ভবনের নীতিমালাগুলো সঠিক ভাবে পালন করা হয় না। গত কয়েক বছরে এই শহরে বেশ কয়েকটি ভবনধসে পড়েছে। জরাজীর্ণ অবস্থা এবং নিয়মনীতি মেনে না চলার কারণেই এসব মারাত্মক দুর্ঘটনা ঘটেছে।

এর আগে গত বছরের ডিসেম্বরে রাজধানী কায়রোতে একটি ছয়তলা আবাসিক ভবন ধসে পড়ার ঘটনায় আটজন নিহত হয়। এছাড়া আহত হয় আরও তিনজন।

সে সময় রাষ্ট্রীয় সংবাদপত্র আল-আহরাম জানায়, ১৯৬০ এর দশকে নির্মিত ভবনটি পুনরুদ্ধারের জন্য ১৯৯৩ সালে তৎকালীন জেলাপ্রধান একটি আদেশ জারি করেছিলেন। কিন্তু ওই ভবনের বাসিন্দারা এই আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন এবং এটি কার্যকর করা হয়নি।

১৯ এবং ২০ শতাব্দীর প্রথম দিকে নির্মিত মধ্য কায়রোর বহু সংখ্যক ভবন এখনও পুনরুদ্ধার করা হয়নি। ফলে সেখানে অনেক ভবনই এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com