বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    রাবির বি ইউনিটের ফল প্রকাশ   পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন    
সিদ্ধান্তে পরিবর্তন, বন্ধ হচ্ছে না ‘মধুমিতা’
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২৮ পিএম

রাজধানীর অন্যতম ঐতিহ্যবাহী সিনেমা হল ‘মধুমিতা’। চিরতরে এটি বন্ধ হচ্ছে, এমনটাই সম্প্রতি জানিয়েছিলেন এর কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ। 

এ ঘোষণায় সিনেমা সংশ্লিষ্ট ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে হতাশা দেখা দেয়। সোশ্যাল মিডিয়ায়ও সিনেমা হলটি চালু রাখার পক্ষে বিভিন্ন ধরনের দাবি জানানো হয়।

অবশেষে ‘মধুমিতা’ সিনেমা হল কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত পাল্টেছে। হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ ‘মধুমিতা’ চালু রাখার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘পরিচালনা পর্ষদের সবাই মিলে মধুমিতা হল নিয়ে কয়েক দফা আলোচনা করা হয়। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নেন যে, আপাতত সিনেমা হল বন্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তাতে যাচ্ছেন না তারা। যদি সিনেমা হল বন্ধ করা হয়, তাহলে সংবাদ সম্মেলন করে সবাইকে অবহিত করা হবে।’

‘মধুমিতা’র কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ আরও জানান, কোটি টাকা খরচ করে সিনেমা হলটি আধুনিকায়ন করেছিলেন। তার আশা ছিল পৈতৃক ব্যবসাকেই আঁকড়ে থাকবেন। কিন্তু দেশে সিনেমার বাজারের ধারাবাহিক পতনে সেই আশা এখন মরীচিকায় রূপ নিয়েছে।

সিদ্ধান্ত পাল্টেছে কর্তৃপক্ষ, বন্ধ হচ্ছে না ‘মধুমিতা’১৯৬৭ সালের ১ ডিসেম্বর মধুমিতা সিনেমা হলটি উদ্বোধন করা হয়।

সিনেমার বাজার ভালো না থাকায় মধুমিতা হলের পরিবর্তে এখানে মাল্টিপ্লেক্স গড়ে তোলার কথা ভাবছিলেন। এমনকি ডেভেলপার কোম্পানির সঙ্গে আলাপও করেছিলেন। আসছে ঈদুল ফিতরে মধুমিতায় মুক্তি পাবে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা।

মতিঝিল শাপলা চত্বর থেকে টিকাটুলীর দিকে যেতে হাতের বাঁ পাশে মধুমিতা সিনেমা হল। ঢাকার অন্যতম প্রাচীন প্রেক্ষাগৃহ এটি। ১৯৬৭ সালের ১ ডিসেম্বর মধুমিতা সিনেমা হল উদ্বোধন করেছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার বিচারপতি আব্দুল জব্বার খান। হলটিতে যেখানে একসঙ্গে ১ হাজার ২২১ জন দর্শক সিনেমা উপভোগ করতে পারেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com