প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫৬ AM

গাইবান্ধার পলাশবাড়ী-সাদুল্লাপুর আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতিসহ ৫৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ বাদী হয়ে পলাশবাড়ী থানায় মামলাটি দায়ের করেন।
এই মামলায় সাবেক এমপি উম্মে কুলসুম স্মৃতি ছাড়াও আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, এমপির ছোট ভাই ও কৃষক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল, ছোট ভাই কল্লোল, ভগ্নিপতি সেকেন্দার হাজিসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।
২০২০ সালে পলাশবাড়ী উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে যুবদলের কর্মী সমাবেশে হামলা ও ভাঙচুর চালায় ছাত্রলীগ ও যুবলীগসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তারা গাইবান্ধা জেলা যুবদল সভাপতি রাগীব হাসান চৌধুরীকে তৎকালীন এমপি উম্মে কুলসুম স্মৃতির নির্দেশে নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে, লোহার রড ও বেকিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী কায়দায় মারধর করে হত্যার চেষ্টা করেন। এ ঘটনায় প্রায় পাঁচ বছর পর আজ হত্যাচেষ্টা মামলা দায়ের হলো।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, সাবেক এমপি স্মৃতিসহ এজাহারভুক্ত ৫৬ জন এবং অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।