প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪২ পিএম

কুষ্টিয়া মিরপুর উপজেলায় জমির মালিক ইউনুস আলী (৪২) এর জমি দখলের অভিযোগ উঠছে নির্মাণ শ্রমিক জসিম (৩৫) এর বিরুদ্ধে।
বিষয়টি ঘটেছে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়ন চকপাড়া স্বরুপদহ গ্রামে। এ ঘটনায় ইউনুস আলী তার জমি দখল থেকে রক্ষা পাওয়ার জন্য মিরপুর থানায় বেশ কয়েকটি অভিযোগ দায়ের একই এলাকার ইনুর ছেলে জসিমের বিরুদ্ধে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০০৯ সালের ১৪ নভেম্বরে নার্গিস বেগম নামে মিরপুর উপজেলার পোড়াদহ মৌজার আরএস খতিয়ান ১৭০, দাগ ০১ জমির পরিমাণ ৫০ শতক জমি ক্রয় করেন ইউনুস আলী। পরবর্তীতে ইউনুস আলীর নামে রেজিস্ট্রিসহ খারিজ করে নেন। এরপর নির্মাণ শ্রমিক জসিম তার নিজস্ব কোনো বাড়িঘর না থাকায় থাকার জন্য ইউনুস আলীর কেনা জমিতে মাটির ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে প্রায় ৪০ বছরের ঊর্ধ্বে। ৪০ বছর পর হঠাৎ করে জসিম তার বাড়িঘর ভেঙে ইট দিয়ে ঘরবাড়ি নির্মাণ করার কাজ শুরু করেন। এতে ইউনুস আলী তার কেনা জমিতে ইটের বাড়ি নির্মাণের বাধা দিলে তার বিরুদ্ধে মিরপুর থানায় অভিযোগ দায়ের করেন জসিম।
এ বিষয়ে শ্রমিক জসিম বলেন, বর্তমানে তিনি জমিতে বসবাস করছেন সেটি এখন পল্লী বিদ্যুতের জায়গা। ৪০ বছর ধরে এই জমিতে বাড়িঘর নির্মাণ করার পর জায়গাটি বর্তমানে তার হয়েছে বলে জানান। তার ইচ্ছা হয়েছে তাই নতুন করে ঘরবাড়ি নির্মাণ করবে। তবে এই জায়গা সংক্রান্তে তিনি কোন কাগজপত্র দেখাতে পারেননি।
জমির মালিক ইউনুস আলী বলেন, জসিম খুব গরিব মানুষ এবং তার থাকার কোনো জায়গা না থাকায় বিগত ৪০ বছর ধরে আমার জমি কেনার আগ থেকে জসিম সেখানে বসবাস করছে। পরবর্তীতে তিনি জমি কেনার পরেও জসিমকে ভালোবেসে তাকে থাকার জন্য বলেন। কিন্তু জসিম ৩য় কোনো পক্ষের ব্যক্তিদের মাধ্যমে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য লিপ্ত হয়েছে। এমনকি তার বিরুদ্ধে মিরপুর থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। শুধু তাই নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে নির্মাণ শ্রমিক জসিম।
এ বিষয়ে মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম বলেন, সংঘর্ষ এড়ানোর জন্য দু’পক্ষকে আপস-মীমাংসার জন্য থানায় ডেকে আনা হয়েছে।
তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তিনি জানান।