প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভা এলাকায় এক প্রবাসীর স্ত্রী ও তার প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে বিধি মোতাবেক ময়নাতদন্ত শেষে স্ব স্ব পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
গত শনিবার রাত আনুমানিক ১০টার দিকে রহনপুর পৌরসভার খয়রাবাদ এলাকার গৃহবধূ ও তার প্রেমিকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত ব্যাক্তিরা হচ্ছেন মালয়েশিয়া প্রবাসী শান মোহাম্মদ সনুর স্ত্রী টুসি বেগম (২৪) ও শিবগঞ্জ উপজেলার আড়গাড়াহাট গ্রামের মোশারফের ছেলে আব্দুর রাকিব (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টুসি খাতুনের স্বামী দীর্ঘদিন যাবৎ বিদেশে শ্রমিক হিসেবে কাজ করেন। গতকাল শনিবার রাতে টুসি খাতুন ও তার প্রেমিক রাকিবকে টুসি খাতুনের ঘরে দেখে ফেলেন তার শাশুড়ি। পরে তারা ঘরের দরজা লাগিয়ে তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয়রা ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুজনের মরদেহ উদ্বার করে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল বাসার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা দুইজন আত্মহত্যা করেছেন। পরে বিধি মোতাবেক ময়নাতদন্ত শেষে স্ব স্ব পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।