শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: এন্ডোসকপির পর খালেদা জিয়ার রক্তক্ষরণ বন্ধ, শাশুড়িকে দেখে মায়ের বাসায় জোবাইদা   আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ: জামায়াত আমির   খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির   খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স    বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ধামরাই টিউটোরিয়াল হোম
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ
রাজীব হাসান
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০৯ পিএম

‘স্কুলে থাকতে অনেক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছি। কিন্তু কোনো পুরস্কার জিতিনি। এটা নিয়ে আমার সঙ্গে সহপাঠীরা নানা খুনসুটি করত। পরে আমি যখন টিউটোরিয়াল হোমে পরিচালক বনে গেলাম, তারা আবার আমাকে নিয়ে ঠিকই গর্ব করেছে।’

বলেছিলেন ঢাকার ধামরাই উপজেলার শীর্ষস্থানীয় কিন্ডারগার্টেন টিউটোরিয়াল হোমের পরিচালক সিরাজুল হক দুলাল। 

গত বৃহস্পতিবার পৌরসভার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ওই স্কুলটির মাঠে অনুষ্ঠিত হয় ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার কামরুন নাহার। দিনটি ছিল শিক্ষক–শিক্ষার্থী ও অভিভাবকদের আনন্দ–উচ্ছ্বাসের উপলক্ষ।

শহীদ মেজর মাহবুবুর রহমান স্মৃতি স্বর্ণ পদক প্রদান অনুষ্ঠানে শতাধিক গার্ডিয়ান ও শিক্ষকদের অংশগ্রহণে প্রতিষ্ঠানটির চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা আলাদাভাবে অংশ নিয়ে মেতেছিল নিজেদের ক্রীড়ানৈপুণ্য দেখানোর উৎসবে।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গিতা পাঠের পর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় এ আয়োজনের। বিভিন্ন রঙের বেলুন, ফেস্টুন, ব্যানার আর শিক্ষক–শিক্ষার্থীদের নির্দিষ্ট ‘স্পোর্টস ড্রেসে’ মাঠ প্রাঙ্গণ হয়ে ওঠে বর্ণিল ও জমজমাট। শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে উপস্থিত ছিলেন হোমের অধ্যক্ষ খোদেজা রহমান। 

স্কুলটির প্রতিষ্ঠাতা শহীদ মেজর মাহবুবুর রহমানের ছেলে মাহফুজুর রহমান (শাহেদ), পরিচালক সিরাজুল হক দুলাল। তাদের সঙ্গে নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষা অফিসার কামরুন্নাহারসহ অন্য পরিচালকেরা।

এ সময় সিরাজুল হক দুলাল বলেন, “ঢাকায় ধামরাইয়ে ১৯৮৪ সালে মরহুম হামিদুর রহমান প্রথম উদ্যোগ নেন, সাথে আমিসহ কয়েক জন শুরু করেছিলাম ধামরাই পৌর শহরে সর্বপ্রথম কিন্ডারগার্টেন স্কুল টিউটোরিয়াল হোম। ওই সময়ে এ স্কুল করা খুবই চ্যালেন্জিং ছিল। আমাদের সৎ সাহস আর কঠিন উদ্যমে এটা সম্ভব হয়েছিল।
 
ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের ভেতরে আমাদের প্রথম ক্লাসরুম ছিল। পরবর্তীতে আমাদের নিজস্ব ভবন করা হয়। আমাদের এই স্কুলে লেখাপড়া করে এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় সচিব, ইউএনও, শিক্ষা অফিসার রয়েছেন। 

এক বছর ধরে পরিচালক হিসেবে কাজ করছি। অভিভাবক ও শিক্ষার্থীরা এই দিনের জন্য অপেক্ষা করে। গাইডেন্সের শিক্ষার্থীরা খুব প্রতিভাবান। এখন সেভাবে মাঠে খেলার কোনো সুযোগ নেই। গাইডেন্স স্কুলের বার্ষিক এমন উদ্যোগ শিশুদের সেই অভাবকে কিছুটা লাঘব করে।

পড়াশোনার ফাঁকে স্বল্প সময়েও তারা ক্রীড়া–দক্ষতা অর্জনে যে মনোযোগ দেখায়, নিঃসন্দেহে এটি আমাকে আন্দোলিত করে। খেলাধুলার প্রতি গাইডেন্সের এমন গুরুত্ব প্রদান সত্যি প্রশংসনীয়।”



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com