রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ ২৯ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: হাদির হামলাকারীরা ভারতে ঢুকলে গ্রেফতার করে ফেরত পাঠানোর আহ্বান   হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি   ঐতিহ্যবাহী ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন   হামলাকারীর শেঁকড় যতই শক্তিশালী হোক, তা উপড়ে ফেলা হবে: অ্যার্টনি জেনারেল   সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, প্রধান উপদেষ্টার গভীর শোক প্রকাশ    মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধে অবৈধ বালু পাইপলাইন উচ্ছেদ   কানসাটে অসময়ের কাটিমন আম, মণপ্রতি ১৬ হাজার টাকা   
http://www.dailyvorerpata.com/ad/1763085968.gif
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত রোববার সকাল ৯টায়
জুবায়েরপন্থীদের কৃতজ্ঞতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:২০ পিএম

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আয়োজক শুরায়ে নেজাম প্রেস ব্রিফিং-এ জানিয়েছে, আগামীকাল রোববার সকাল ৯টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।  

সাদপন্থীদের বিরুদ্ধে দেশ বিদেশে অপপ্রচারের অভিযোগ আনেন তারা। একই সঙ্গে সারাদেশে কওমি মাদরাসার পরীক্ষার জন্য ছাত্র ও তাদের ওস্তাদরা ইজতেমায় আসতে পারছেন না বলে জানানো হয়।

শনিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১ টায় বিশ্ব ইজতেমার জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং এ তারা এ কথা বলেন। এ সময় সাংবাদিকদের ব্রিফ করেন শুরায়ে নেজামের শীর্ষ মুরুব্বি মুফতি কেফায়তুল্লাহ আজহারী।

আজহারী বলেন, এই প্রথম কালকে সকাল ৯ টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগে ১১ টা বা ১২ টায় মোনাজাত হতো। তাই এই মোনাজাতে সকলকে শরীক হওয়ার জন্য তিনি আহ্বান জানান।

সাদপন্থীদের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর গভীর রাতে সাদপন্থীরা ইজতেমা ময়দানে হামলা করে আমাদের সাথীদের রক্তাক্ত করে। এতে এই পর্যন্ত চারজন সাথী শাহাদাৎ বরণ করেছেন। সাদপন্থীরা এই ঘটনা ঘটিয়ে দেশে বিদেশে নানা অপপ্রচার চালাচ্ছেন। তাদের গুজবে গ্রামের সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমায় আসতে ভয় পাচ্ছেন। 

তারপরও এখন ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ উল্লেখ করে তিনি বলেন, লাখ লাখ মুসল্লি ইজতেমা ময়দানে এসেছেন, আরো আসবেন। সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমরা এই সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিগত সরকার আমাদের দাবি সত্ত্বেও দুই পর্বে ইজতেমা করতে দেয়নি। ফলে আমাদের ইজতেমায় অনেক মানুষের সমাগম হতো। এবার সরকার আমাদের দাবি মেনে নেওয়ায় প্রথম পর্বে ৪২ জেলার মুসল্লিরা ইজতেমায় অংশগ্রহণ করছেন।
বাকী ২২ জেলার মুসল্লিরা ৩ থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ইজতেমায় অংশগ্রহণ করবেন।

সারাদেশে কওমী মাদরাসা গুলোর দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষার কথা উল্লেখ করে এই মুরুব্বী বলেন, পরীক্ষার কারণে কওমী মাদ্রাসার শিক্ষার্থী ও তাদের ওস্তাদরা ইজতেমায় আসতে পারছে না।

চলমান বিশ্ব ইজতেমায় সরকার ও গণমাধ্যমের প্রতি সবশেষ কৃতজ্ঞতা জানিয়ে সুন্দর ও সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দুই ধাপের আয়োজক শুরায়ে নেজাম বা জুবায়েরপন্থীরা।

এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রকৌশলী মাহফুজ হান্নান, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মাওলানা নাজমুল হাসান, মাওলানা মোহাম্মদ আলী ও শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





http://www.dailyvorerpata.com/ad/1763086027.gif

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/1765376223.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085829.gif
http://www.dailyvorerpata.com/ad/1763085901.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763091212.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com