প্রকাশ: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৮:৫০ পিএম

ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়ার প্রতিবাদে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার সমাজ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হাদিছ উদ্দিনের অপসারণদাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
রোববার দুপুরে সমাজ উচ্চ বিদ্যালয় মাঠে এ বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।এসময় তাদের সাথে অভিভাবকরাও অংশ নেন।
সম্প্রতি ওই শিক্ষকের একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে শোনা যায় ওই শিক্ষক এক ছাত্রীকে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কু-প্রস্তাব দিচ্ছেন অভিযুক্ত শিক্ষক।
শিক্ষার্থীরা জানায়, সহকারী প্রধান শিক্ষক হাদিছ উদ্দিন শিক্ষার্থীদেরকে তার কাছে প্রাইভেট পড়তে বাধ্য করেন অন্যতায় ফেল করানোর হুমকি দেন। এতে অনেক শিক্ষার্থী বিদ্যালয় থেকে চলে গেছে।
এছাড়া ছাত্রীদের সুযোগ সুবিদার দেওয়ার প্রলোভনে কু-প্রস্তাব দেন।দ্রুত অভিযুক্ত শিক্ষককে অপসারণ না করা হলে কঠোর আন্দোলনের হুনকি দেয় শিক্ষার্থীরা।