রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ ২৯ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশি শান্তিরক্ষী নিহতে সমবেদনা জানাতে ইউনূসকে গুতেরেসের ফোন   ভোটের মাঠে চোরাগোপ্তা হামলার আশঙ্কা ইসির, কঠোরভাবে দমনের নির্দেশ   ভুরুঙ্গামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা    মোংলায় অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ   টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত   শাহাদতবার্ষিকীতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের প্রতি শ্রদ্ধা নিবেদন   বুদ্ধিজীবী দিবসে মৌলভীবাজারে নানা বয়সী মানুষের শ্রদ্ধা নিবেদন   
http://www.dailyvorerpata.com/ad/1763085968.gif
শেরে বাংলা স্মৃতি পদকে ভূষিত বিএনপি নেতা গাজী ফারুক
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৮:৩৪ পিএম

শেরে বাংলা স্মৃতি পদকে ভূষিত হয়েছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কৃতি সন্তান কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক। 

শনিবার বিকেলে ঢাকার পুরানা পল্টন এলাকার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে শেরে বাংলা একে ফজলুল হক স্মৃতি পরিষদের আয়োজনে তাকে এ পদক হিসেবে ক্রেষ্ট ও প্রশংসাপত্র প্রদান করা হয়। 

সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের কর্মজীবন শীর্ষক আলোচনা সভা শেষে তাকে এ পদে ভূষিত করা হয়। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ছিদ্দিকুর রহমান মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসি চেয়ারম্যান শেরে বাংলার দৌহিত্র সৈয়দ মান্ডুক মোর্শেদ। 

এছাড়া এসময় বিভিন্ন সরকারী দপ্তর ও সামাজিক সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএনপি নেতা গাজী ফারুক এ পদে ভূষিত হওয়ায় উচ্ছসিত কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপি'র নেতা কর্মীরা।

জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে সততার সঙ্গে দীর্ঘ ৪৪ বছর ধরে রাজনীতি করছেন গাজী ফারুক। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সমাজসেবা করছেন। গাজী ফারুক ছাত্র জীবন থেকেই রাজনীতি শুরু করেন। ১৯৮১ সালে তিনি খেপুপাড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। 

১৯৮৩ সালে মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্র দলের সভাপতি, ১৯৮৫ সালে কলাপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি ও ১৯৯৩ সালে উপজেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন। পরে ২০০৩ সাল থেকে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে উপজেলা যুবদল ও উপজেলা বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২২ সাল থেকে তিনি কলাপাড়া পৌর বিএনপির সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। 

কলাপাড়া পৌর বিএনপির সহ-সভাপতি কবির তালুকদার বলেন, রাজনৈতিক ক্যারিয়ারে গাজী ফারুকের কোন দুর্নাম নেই। তিনি সততার সঙ্গে রাজনীতি করছেন। তাকে পদকে ভূষিত করায় আমরা বিএনপির নেতাকর্মীরা অনেক আনন্দিত। 

কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার বলেন, গাজী ফারুক সততা ও নিষ্ঠার সঙ্গে রাজনীতি করছেন। সেই সঙ্গে তিনি সমাজসেবা করছেন। করোনার সময় তিনি মানুষের বাড়ি বাড়ি ঘুরে খোজ খবর নিয়েছেন এবং সাধ্য অনুযায়ী অনেক অসহায় মানুষকে সহযোগিতা করেছেন। তাকে শেরে বাংলা পদক প্রদান করায় আমরা কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাই।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





http://www.dailyvorerpata.com/ad/1763086027.gif

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/1765376223.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085829.gif
http://www.dailyvorerpata.com/ad/1763085901.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763091212.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com