বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ৫ ফাল্গুন ১৪৩১

শিরোনাম: খুলনায় মুখোমুখি অবস্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি   শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করাই সরকারের মূল উদ্দেশ্য : প্রেসসচিব   রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আহত   ষোলো বছরে ব্যানার ধরার ৬ জনও ছিল না: কুয়েটে সংঘর্ষের পর ছাত্রদলকে হাসনাত   কুয়েটে ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫০   উত্তরায় দম্পতিকে প্রকাশ্যে কোপানো দুজন রিমান্ডে   শেয়ারবাজারের ৭শ কোটি টাকা লুট করে লাপাত্তা হাসান তাহের ইমাম   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
কৃষিবিদ গ্রুপের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৩:৪৮ পিএম

দৈনিক ভোরের পাতা আনলাইনে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদলিপি পাঠিয়েছে কৃষিবিদ গ্রুপ। সুপ্রিম কোর্টের আইনজীবী মো কায়েস মুন্সী স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ সংক্রান্ত একটি চিঠি ভোরের পাতার বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে আসে। 

প্রতিবাদে বলা হয়, বোরহান উদ্দিন ও লুৎফর রহমান সানি বর্ণিত নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ও নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা সদস্য। এবং তারা যথাক্রমে বিশ্ববিদ্যালয়টির বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য ও নির্বাহী সচিব। আবু ইউসুফ আবদুল্লাহ গং ২০০২ সালে প্রতিষ্ঠিত বর্ধিত বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজটি ২০১১ সালে কিছু ভুয়া ও বেআইনি কাগজপত্র তৈরির মাধ্যমে দখল করে নেয়।প্রতিষ্ঠানগুলো দখলের পর আবু ইউসুফ আবদুল্লাহর বন্ধুখ্যাত তৎকালীন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদকে দিয়ে জামাতে ইসলামী বাংলাদেশের সদস্য হিসাবে জনাব বোরহান উদ্দিন ও লুৎফর রহমান সানিকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে দেশ থেকে বিতাড়িত করেন বিশ্ববিদ্যালয়টির নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ IBAT ট্রাস্ট এর নামে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের উন্নয়নকল্পে ১৩ কোটি টাকা ঋণ গ্রহণ করা হয়, ঋণের গ্যারান্টর হিসাবে ট্রাস্ট এর সকল সদস্যগণ (মোট ৭ জন) ঋণপত্রে স্বাক্ষর করেন। আবু ইউসুফ আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়টির বোর্ড অফ ট্রাস্টিজের আইনসম্মত চেয়্যারম্যান নন। জনাব আবু ইউসুফ আবদুল্লাহ ২০১১ সালে উল্লেখিত গৃহীত ঋণ পরিষদের শর্তে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ‘বোর্ড অফ ট্রাস্টিজ’-এর অন্তর্ভুক্ত হওয়ার ব্যাপারে উদ্যোক্তাবৃন্দের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু ঋণের টাকা পরিশোধ না করেই তিনি জাল জালিয়াতের কাগজপত্র ও পেশি শক্তির মাধ্যমে প্রতিষ্ঠানগুলি দখল করে নেন। ট্রাস্টের নামে গৃহীত ঋণের টাকা সুদে-আসলে (৩৯ কোটি) আদায়ের লক্ষ্যে ঋণদানকারী প্রতিষ্ঠান রাষ্ট্রের উদ্যোক্তা সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, যা বর্তমানে বিজ্ঞ আদালতে চলমান আছে রয়েছে ।

এতে আরও বলা হয়, বিগত ৫ আগস্ট ২০২৪ এর বাংলাদেশ সরকারের পট পরিবর্তনের পর বিশ্ববিদ্যালয়টির উদ্যোক্তাগণ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর বিধান মতে নতুন বোর্ড অফ ট্রাস্টিজ গঠন করেন এবং শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি'র কাছে সবিস্তারে অভিযোগ দাখিল করেন এবং আইনসম্মতভাবে উক্ত প্রতিষ্ঠানগুলির নিয়ন্ত্রণ ফিরে পেতে উদ্যোগী হন।  বিশ্ববিদ্যালয়টির উদ্যোক্তা সদস্যদের কাগজপত্রে সন্তুষ্ট হয়ে শিক্ষা মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়ে ইউজিসিকে পত্র প্রেরণ করেন। নর্দান মেডিকেল কলেজ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎকারী আবু ইউসুফ আবদুল্লাহকে সকল শিক্ষার্থী একত্রে মেডিকেল কলেজে অবাঞ্ছিত ঘোষণা করে। নর্দান মেডিকেল কলেজটির নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’ বিষয়টি আইন আমলে নিয়ে কলেজের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করেন, যা চলমান রয়েছে। 

অন্যদিকে, আইবিএটি ট্রাস্ট তথা বর্ণিত বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ এর প্রতিষ্ঠাতা/উদ্যোক্তাগন আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ কর্তৃক সৃজিত বেআইনির কাগজপত্র ও ডকুমেন্টস বাতিলের জন্য মহামান্য হাইকোর্ট বিভাগে রিট দাখিল করে, যা বর্তমানে মহামান্য হাইকোর্টে বিভাগে চলমান রয়েছে। আপনার প্রচারিত আনলাইন রিপোর্টে উল্লেখিত কৃষিবিদ গ্রুপ এদেশের একটি স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ড. মোঃ আলি আফজাল উক্ত গ্রুপের সহ-প্রতিষ্ঠান ৩০টি কোম্পানির গ্রুপ এম.ডি ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com